AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artificial Intelligence: কৃত্রিম বুদ্ধিমত্তায় সেরার দৌড়ে সবার উপরে চিন-আমেরিকা, আমাদের ভারত কোন জায়গায়?

India in AI Race: তাদের সমীক্ষা বলছে এই তালিকায় সবার উপরে রয়েছে আমেরিকা। গুগল, মাইক্রোসফ্ট, গ্রক বা ওপেনএআইয়ের মতো সংস্থাগুলোর হাত ধরে গবেষণায় ও বিনিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে বিল গেটসের দেশ। আর পরেই রয়েছে আমাদের পড়শি দেশ চিন।

Artificial Intelligence: কৃত্রিম বুদ্ধিমত্তায় সেরার দৌড়ে সবার উপরে চিন-আমেরিকা, আমাদের ভারত কোন জায়গায়?
Image Credit: Issarawat Tattong/Moment/Getty Images
| Updated on: Sep 12, 2025 | 3:27 PM
Share

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হু হু করে বদলাচ্ছে। একই সঙ্গে তা বদলে দিচ্ছে গোটা বিশ্বকেও। অর্থনীতি থেকে চাকরির বাজার, সবকিছুতেই আসছে বড় পরিবর্তন। এই পরিস্থিতিতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে অবাক করা এক তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে কোন দেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে জানেন কি?

তাদের সমীক্ষা বলছে এই তালিকায় সবার উপরে রয়েছে আমেরিকা। গুগল, মাইক্রোসফ্ট, গ্রক বা ওপেনএআইয়ের মতো সংস্থাগুলোর হাত ধরে গবেষণায় ও বিনিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে বিল গেটসের দেশ। আর পরেই রয়েছে আমাদের পড়শি দেশ চিন। জেনারেটিভ এআই ব্যবহারে আবার চিন টেক্কা দিচ্ছে আমেরিকাকেও। আর তারপরই রয়েছে ব্রিটেন।

এই তালিকায় কিন্তু রয়েছে ভারতও। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। সমীক্ষা অনুযায়ী, আমাদের দেশে বিশাল সংখ্যক এআই ইঞ্জিনিয়ার, ‘IndiaAI’-এর মতো সরকারি উদ্যোগ ও টিসিএস, রিলায়েন্সের মতো সংস্থাগুলির বিপুল বিনিয়োগই ভারতের অন্যতম শক্তি।

ভারতের পরে তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। বিপুল কম্পিউটিং ক্ষমতা, গবেষণা এবং রোবটিক্সে এগিয়ে রয়েছে এই দেশগুলো। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই দৌড়ই নির্ধারণ করবে আগামী দিনে গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে কারা।