AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arunachal China’s Part: অরুণাচল চিনের অংশ! ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে তরুণীকে ১৮ ঘণ্টা আটকে রাখল চিনের প্রশাসন

India Born Detained in Shanghai: সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, পেমার ভারতীয় পাসপোর্টকে 'অবৈধ' বলে দাবি করেন কর্তব্যরত অভিবাসন আধিকারিকরা। যেহেতু তাঁর পাসপোর্টে জন্ম ঠিকানা অরুণাচল প্রদেশ দেওয়া ছিল। তা দেখেই 'চটে' যান আধিকারিকরা। তাঁকে বলেন, 'অরুণাচল প্রদেশ তো চিনের অংশ।'

Arunachal China's Part: অরুণাচল চিনের অংশ! ভারতীয় পাসপোর্টকে 'অবৈধ' বলে তরুণীকে ১৮ ঘণ্টা আটকে রাখল চিনের প্রশাসন
চিনে গিয়ে হেনস্থার শিকার তরুণীImage Credit: X
| Updated on: Nov 24, 2025 | 3:36 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও হেনস্থার শিকার অরুণাচলের মেয়ে। আটকে রাখা হল ঘণ্টার পর ঘণ্টা। চিনের সাংহাই বিমানবন্দরে গিয়ে অভিবাসন আধিকারিকদের প্রশ্নের মুখে পড়লেন তরুণী। পাশাপাশি ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুললেন, ‘অরুণাচল প্রদেশকে চিনের অংশ’ বলে দাবি করার।

অভিযোগকারীর নাম পেমা ওয়াংজক থংডক। বর্তমানে ব্রিটেনে থাকেন তিনি। গত শুক্রবার লন্ডন থেকে সাংহাই হয়ে জাপানে যাচ্ছিলেন তরুণী। সাংহাই বিমানবন্দরে তাঁর তিন ঘণ্টার লে-ওভার ছিল। সময় মতো লন্ডন থেকে চিনে পৌঁছে যান তিনি। তারপর লে-ওভারের সময় পূর্ণ হতেই জাপানের বিমানে ওঠার কথা ছিল তরুণী। কিন্তু তখনই ঘটে বিপত্তি। সাংহাই বিমানবন্দরেই তরুণীকে আটকে দেন অভিবাসন দফতরের আধিকারিকরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, পেমার ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে দাবি করেন কর্তব্যরত অভিবাসন আধিকারিকরা। যেহেতু তাঁর পাসপোর্টে জন্ম ঠিকানা অরুণাচল প্রদেশ দেওয়া ছিল। তা দেখেই ‘চটে’ যান আধিকারিকরা। তাঁকে বলেন, ‘অরুণাচল প্রদেশ তো চিনের অংশ।’

পেমার কথায়, ‘অভিবাসন দফতরের আধিকারিকদের কাছে আমার ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার পর অপেক্ষা করছিলাম। তখনই একজন আধিকারিক আসেন এবং আমার উপর চিৎকার করতে শুরু করেন। আমার নামের পরিবর্তে ভারত-ভারত বলে ডাকতে থাকেন তিনি। আমি তাঁকে সাড়া দিতেই, তিনি আমাকে অভিবাসন দফতরের অন্দরে নিয়ে যান এবং বলেন, অরুণাচল চিনের অংশ। আমার পাসপোর্ট বৈধ নয়।’

মোট ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দরেই আটকে রাখা হয় তাঁকে। পেমা জানিয়েছেন, এই সময়কালে একাধিক আধিকারিক, বিমানবন্দরের কর্মচারী তাঁকে হেনস্থা করেছেন। ‘চিনের পাসপোর্টের জন্য আবেদন’ জানাতেও বলেছেন। তবে আপাতত এই দুর্ভোগ থেকে নিস্তার পেয়েছেন পেমা। সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সাহায্যে তিনি কোনও রকমে চিন ছেড়ে অন্য বিমানে জাপান গিয়েছেন। আর সেখান থেকে ছাড়া পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন পেমা। এই ঘটনা ভারতের সার্বভৌমেত্ব আঘাত বলেই দাবি তাঁর।