১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর নতুন আইন, খসড়া প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর

Jan 04, 2025 | 7:46 AM

Data Protection: ব্যক্তিগত তথ্য যাতে কোথাও ফাঁস না হয়ে যায়, তার জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। সরকারি পরিষেবা, লাইসেন্স, পারমিট, ভর্তুকির মতো বিষয়গুলিতে এই আইন প্রযোজ্য, যাতে এগুলির মাধ্যমে কোনও তথ্য ফাঁস না হয়ে যায়।

১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর নতুন আইন, খসড়া প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের খসড়া প্রকাশ করল ফেলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে এই ব্যাপারে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এক্স মাধ্যমে সেই খসড়া প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খসড়ায় থাকা নিয়ম নিয়ে মতামত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত ডিজিটাল তথ্য আরও সুরক্ষিত করাই এই আইনের লক্ষ্য। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের ওই নোটিফিকেশনেই জানিয়ে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট দিনের কথা। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, খসড়া তৈরির সময় সহজ ভাষা ব্যবহার করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য যাতে কোথাও ফাঁস না হয়ে যায়, তার জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। সরকারি পরিষেবা, লাইসেন্স, পারমিট, ভর্তুকির মতো বিষয়গুলিতে এই আইন প্রযোজ্য, যাতে এগুলির মাধ্যমে কোনও তথ্য ফাঁস না হয়ে যায়।

নিয়ম অনুযায়ী তৈরি হবে ডেটা প্রোটেকশন বোর্ড। সেই বোর্ড তৈরির জন্য থাকবে এক বিশেষ কমিটি। কমিটির নেতৃত্বে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী, সচিব। কমিটির সুপারিশেই বোর্ডের সদস্য ঠিক করা হবে।

Next Article