AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: ‘যেন আমাদের অভিভাবক’, মোদী-সাক্ষাতে মুগ্ধ এশিয়াডের সাফল্যের কারিগররা

Athletes laud PM Narendra Modi: দেশকে গর্বিত করার জন্য, ক্রীড়াবিদদের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের মতে, তাঁদের সাফল্য এবং কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী শুধু তাঁদের প্রশংসাই করেননি, বরং, একজন অভিভাবকের মতো তাদের মনোবল বাড়িয়েছেন। ভবিষ্যতে যাতে আরও বেশি সাফল্য অর্জন করতে পার্ন, তার জন্য উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন।

Asian Games 2023: 'যেন আমাদের অভিভাবক', মোদী-সাক্ষাতে মুগ্ধ এশিয়াডের সাফল্যের কারিগররা
এশিয়াডের ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 5:46 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন কোনও অভিভাবক। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায়, দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর, এমনটাই বলছেন হানঝাউ এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদরা। এদিন, শুধু পদকজয়ী নয়, এশিয়ান গেমসে অংশ নেওয়া সকল ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গেই সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দেশকে গর্বিত করার জন্য, ক্রীড়াবিদদের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের মতে, তাঁদের সাফল্য এবং কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী শুধু তাঁদের প্রশংসাই করেননি, বরং, একজন অভিভাবকের মতো তাদের মনোবল বাড়িয়েছেন। ভবিষ্যতে যাতে আরও বেশি সাফল্য অর্জন করতে পার্ন, তার জন্য উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন।

তীরন্দাজ অভিষেক ভার্মা জানিয়েছেন, পদকজয়ীদের থেকে শুরু করে সকল ক্রীড়াবিদ, ফিজিও, কোচ – সকলের সঙ্গেই কথা বলেছেন প্রধানমন্ত্রী। অভিষেক ভার্মা বলেন, “কীভাবে যে আধঘণ্টা কেটে গেল বুঝতেই পারিনি। মোদী স্যার একজন অভিভাবকের মতো। যিনি তাঁর প্রতিটি সন্তানের কথা জানেন।” শ্যুটার মনু ভাকের জানিয়েছেন, দেশের নেতারা উৎসাহ দিলে, সুযোগ-সুবিধা দিলে খুব ভালো লাগে। অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বলেছেন, “মোদীজির যেভাবে খেলাধুলা এবং যুব সমাজ এবং ভারতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, তাতে পরের বছর প্যারিস অলিম্পিকে আমরা আরও ভাল করব বলে আমি আশাবাদী।”

ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাতে, মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। মহিলা ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের নারীশক্তি এশিয়ান গেমসে খুব ভাল পারফর্ম করেছে বলে আমি গর্বিত। এই সাফল্য ভারতীয় মেয়েদের সম্ভাবনার কথা বলে।” মহিলা ক্রীড়াবিদরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে নারীশক্তিকে সম্মান জানিয়েছেন এবং ভারতীয় মেয়েদের সাহসিকতার প্রশংসা করেছেন তাতে তাঁরা বাড়তি উৎসাহ পাচ্ছেন। স্কেটার আরতি কস্তুরী রাজ বলেছেন, “নরেন্দ্র মোদী স্যারের বক্তৃতা হৃদয় ছুঁয়ে গিয়েছে। প্রায় অর্ধেক পদক জিতেছে মহিলারা। এটা অত্যন্ত বড় বিষয়। আশা করি আগামী এশিয়ান গেমসে আমরা আরও বেশি পদক পাব।”

অন্যদিকে মোদী সরকারের চালু করা খেলো ইন্ডিয়া প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন শ্যুটার অর্জুন সিং চিমা। তিনি এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “খেলো ইন্ডিয়া স্কিম খুবই ভালো। এটা খেলোয়াড়দের উৎসাহিত করেছে। আমি নিজে খেলো ইন্ডিয়া স্কিম থেকে এসেছি।” শাটলার চিরাগ শেঠি জানিয়েছেন, খেলাধূলার মাধ্যনে মাদকমুক্ত ভারত গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এটা খুব ভাল পরিকল্পনা। প্রতিটি ক্রীড়াবিদের উচিত তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে মাদকের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করা।” স্টিপলচেজ রানার প্রীতি লাম্বা জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে, ভারতে খেলাধূলা নিয়ে উৎসাহ অনেক বেড়ে গিয়েছে।” অশ্বারোহী হৃদয় ছেদা বলেছেন, “খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি চোখ খুলে দেওয়ার মতো৷”

এবারের এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়রা মোট ১০৭টি পদক জিতেছেন। এর মধ্যে সোনার পদক রয়েছে ২৮টি। এশিয়ান গেমস চলাকালীন, প্রধানমন্ত্রী নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের খতিয়ান তুলে ধরতেন। এর আগে জাকার্তা গেমসে ৭০টি পদক জিতেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। এতদিন পর্যন্ত গেমসে এটাই ছিল ভারতের সেরা সাফল্য। এবার সেই সাফল্যকে ছাপিয়ে গিয়ে নতুন ইতিহাস রচনা করেছেন ক্রীড়াবিদরা। মঙ্গলবার রাতে, ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী বলেন, “আজ যখন তোমরা এই সাফল্য নিয়ে ফিরেছ, তখন মনে হচ্ছে আমাদের চলার পথ সঠিক ছিল। এবার বিদেশের মাটিতে ভারত সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে। এটা অত্যন্ত বড় সাফল্য।”