Assam Assembly Election Results 2021: ৭৯ আসনে এগিয়ে বিজেপি, মিষ্টি বিতরণ শুরু দলীয় কর্মীদের

| Edited By: | Updated on: May 03, 2021 | 12:36 AM

Assam Assembly Election Results 2021 LIVE Counting and Updates: ভোট গণনা শুরু সকাল আটটা থেকে। ১২৬ টি আসনে কোন দলটি কয়টি আসন দখল করল, দেখে নিন সরাসরি...

Assam Assembly Election Results 2021: ৭৯ আসনে এগিয়ে বিজেপি, মিষ্টি বিতরণ শুরু দলীয় কর্মীদের

তিন দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ বার হাতে আসবে ফলাফল। যে চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ফল প্রকাশ হবে, তাদের মধ্যে অন্যতম হল অসম। আগামী পাঁচ বছরের জন্য অসমের দায়িত্বপাট কে সামলাবে, তা জানা যাবে আজই। অসমে মোট তিন দফায় মোট ১২৬টি আসনে ভোট গ্রহণ হয়েছে, সংখ্যা গরিষ্ঠতালাভে প্রয়োজন ৬৪টি আসন। আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর। বলে রাখা ভাল, ২০১৬ সালে অসমে ক্ষমতায় আসে বিজেপি, তার আগে  ক্ষমতা ছিল কংগ্রেস। এ বারের লড়াইও বিজেপি বনাম কংগ্রেস জোটের। অসম নির্বাচনী ফলাফলের যাবতীয় আপডেটস দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 May 2021 09:13 PM (IST)

    ৮১টি আসনে এগিয়ে বিজেপি

    অসমে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপিই। এখনও অবধি ৮১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেসের মহাজোট পেয়েছে ৪৪টি আসন। অন্যান্য দল পেয়েছে ১টি আসন।

  • 02 May 2021 05:36 PM (IST)

    জালুকবাড়ি আসন থেকে জয়ী হিমন্ত বিশ্ব শর্মা

  • 02 May 2021 04:03 PM (IST)

    জয়ের আভাস মিলতেই বিজেপির মিষ্টি বিতরণ

    নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বিজেপি ৫৭ টি আসনে এগিয়ে থাকার খবর মিলতেই গুয়াহাটিতে বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করে উদযাপন শুরু করল।

  • 02 May 2021 03:41 PM (IST)

    অসমে পিছিয়ে বিপিএফ

    অসম বিধানসভা নির্বাচনের ফল গণনায় দেখা গেল অনেকটাই পিছিয়ে পড়েছে বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে মহাগটবন্ধনে জোট দিলেও পরে তারা ইউপিএ জোটে যোগ  দেয়। তারা মোট ১২টি আসনে প্রার্থী দিয়েছিলেন, তার মধ্য়ে ১০টি আসনেই পিছিয়ে রয়েছেন তাঁরা।

  • 02 May 2021 01:06 PM (IST)

    অসমে অবদমিত বদরুদ্দিন

    ধুবরী, বারপেতা, বনগঙ্গোই ওব গোলপাড়া কেন্দ্রে কায়েম রইল এআইইউডিএউএফের জোরই।  কংগ্রেস ও এআইএডিএফের জোট বেধে লড়ছে। আপাতত একক ভাবে বদরুদ্দিন আজমলের দল ১১টি আসনে এগিয়ে রয়েথে।

  • 02 May 2021 11:46 AM (IST)

    অসমে সরকার গড়বে বিজেপিই: সর্বানন্দ সোনওয়াল

  • 02 May 2021 11:34 AM (IST)

    জালুকবাড়ি আসনে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা

    অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা  হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জালুকবাড়ি কেন্দ্রের প্রার্থী। আপাতত বিজেপির এনডিএ জোট ৫৯ টি আসনে এগিয়ে রয়েছে। ইউপিএ  এগিয়ে রয়েছে ২৬ টি আসনে।

  • 02 May 2021 09:15 AM (IST)

    পোস্ট্যাল ব্যালটে পিছিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল

    পোস্ট্যাল ব্যালট গণনা শুরু হতেই দেখা গেল আপাতভাবে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অসমে আপাতত এনডিএ জোট ১৭টি আসনে ও ইউপিএ ১২টি আসনে এগিয়ে রয়েছে।

  • 02 May 2021 08:36 AM (IST)

    শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির

    অসমে ভোট গণনার শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আপাতত চারটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট, ইউপিএ এগিয়ে রয়েছে তিনটি আসনে।

  • 02 May 2021 08:17 AM (IST)

    ডিব্রুগঢ়ের দুই কেন্দ্রে গণনা শুরু

    অসমের ডিব্রুগঢ়ে দুই কেন্দ্রে শুরু হল ভোট গণনা প্রক্রিয়া।

  • 02 May 2021 08:15 AM (IST)

    করোনা বিধি মেনেই শুরু হচ্ছে ভোটগণনা

    বাকি রাজ্যের পাশাপাশি আজ অসমেরও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সকালে ভোটগণনা শুরুর আগেই করোনা বিধির উপর দেওয়া হল বিশেষ জোর। থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজ়ার ব্যবহার করেই বুথকর্মীদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে।

  • 02 May 2021 07:25 AM (IST)

    অসমের গদি কার? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    TV9 বাংলা এবং পোলস্ট্র্যাটের করা অসমের ১২৬ টি বিধানসভা আসনে বুথ ফেরত সমীক্ষা বলছে, ১২৬ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৫৯ থেকে ৬৯ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও তার জোটসঙ্গীরাও খুব একটা পিছিয়ে নেই। ৫৫ থেকে ৬৫ আসন পেতে পারে তারাও। অর্থাৎ অসমে যে কোনও দলের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।

    কী বলছে এক্সিট পোলের সমীক্ষা?

Published On - May 02,2021 9:13 PM

Follow Us: