জয়পুর: ভয়ঙ্কর দুর্ঘটনা। পেট্রোল পাম্পের বাইরে মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রাকের। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় একের পর এক গাড়িতে। দুর্ঘটনার জেরে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক আরও অনেকে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে। ভোর সাড়ে ৫টা নাগাদ পেট্রোল পাম্পে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারে। সংঘর্ষের পরই আগুন ধরে যায় ট্যাঙ্কার ও ট্রাকে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলিতেও আগুন ধরে যায়। কমপক্ষে ২০টি গাড়ি জ্বলে গিয়েছে বলেই খবর।
দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় গাড়িগুলির আগুন নেভানো হয়।
Fire in chemical tanker in Jaipur
A major accident took place in Bhankrota on Ajmer Road in the morning, when an LPG tanker caught fire with a loud explosion.The accident took place near Pushpraj Petrol Pump, where the tanker was taking a turn from Bagru. A truck coming from… pic.twitter.com/b18ftAQZ8P
— Dhram Goswami (@dhram_goswami) December 20, 2024
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি কেমিক্যাল ভর্তি ছিল। অন্যদিকে অয়েল ট্যাঙ্কারে তেল ছিল। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায়, সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়।
#जयपुर_में आज सुबह 6:00 बजे दिल्ली पब्लिक स्कूल के सामने सीएनजी टैंकर फटने से #5_लोग_जिंदा_जले, 20 गाड़ियां आग की चपेट में आईं, 30 लोग झुलसे, एक फैक्ट्री भी जली, अजमेर हाईवे बंद..!!#Jaipur #JaipurNews #ajmerhighway #Rajsthan#Accident pic.twitter.com/psLp8PVLNL
— NARGIS (@saini_nandu1) December 20, 2024
দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজস্থান সরকার। জখমদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।