নয়া দিল্লি: নোটিস, পাল্টা নোটিস। সংসদের শীতকালীন অধিবেশনের শেষে শুধুই নোটিসের চালাচালি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে কংগ্রেস, তৃণমূল। এবার পাল্টা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি।
জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্য বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও জানিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, এর আগে আম্বেদকর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিস আনে। এবার পাল্টা জবাব বিজেপির। রাহুল গান্ধীর বিরুদ্ধেও আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিস।
অন্যদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে বিজেপি। গতকাল, বৃহস্পতিবার সংসদে মকর দ্বারের সামনে যখন বিজেপি ও কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল, তখন দুই পক্ষের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়ে চোট পেয়েছেন প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। বিকেলেই রাহুলের নামে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। পাল্টা এফআইআর দায়ের করেছে কংগ্রেসও।