Shubhanshu Shukla: বড় খবর, এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না ভারতীয় মহাকাশচারী শুভাংশুর! কী হল হঠাৎ?
Axiom-4 Mission: ১৪ দিনের মিশন ছিল তাঁদের। সেই হিসাবে আজ, ১০ জুলাই তাঁদের আবার পৃথিবীর বুকে ফিরে আসার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।

নয়া দিল্লি: বড় খবর। সুনীতা উইলিয়ামসের মতো মহাকাশে থাকার মেয়াদ বাড়ল শুভাংশু শুক্লারও। আজ পৃথিবীতে ফেরার কথা থাকলেও, জানা গিয়েছে এখনই ফেরা হচ্ছে না তাঁর। কবে ফিরবেন পৃথিবীতে, তার দিনক্ষণও ঘোষণা করা হয়নি।
গত ২৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ২৮ ঘণ্টা সফর করে ২৬ জুন পৌঁছন স্পেস স্টেশনে। সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী। ১৪ দিনের মিশন ছিল তাঁদের। সেই হিসাবে আজ, ১০ জুলাই তাঁদের আবার পৃথিবীর বুকে ফিরে আসার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।
আপাতত শুভাংশুদের পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলেই জানা গিয়েছে। নাসার তরফে এই বিষয়ে কোনও তথ্য জানানো না হলেও, ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, তাদের মহাকাশচাকী স্লায়োজ় উজ়ানস্কি ১৪ জুলাইয়ের পরে পৃথিবীতে ফিরবেন। অর্থাৎ শুভাংশুদের এখনই পৃথিবীতে ফেরা হবে না।
অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে শুভাংশু ও বাকি তিন মহাকাশচারী ৩১টি দেশ মিলিয়ে মোট ৬০টি বিষয়ে গবেষণা করছেন। শুভাংশু শুক্লা ইসরো-নাসার অধীনে মাইক্রো-গ্র্যাভিটি সহ ৭টি বিষয় নিয়ে গবেষণা করছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে মুগ ও মেথি উৎপাদন করেছেন।

