Ayodhya Deepotsav: বিশ্বরেকর্ড গড়েছে অযোধ্যার দীপোৎসব, সাক্ষী ৫৪ দেশের ৮৮ কূটনীতিক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 12, 2023 | 5:22 PM

World record: গত বছর দীপাবলিতে সরযূ নদীর তীরে ১৫.৭৬ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে শনিবার রাতে সরযূ নদীর তীরে ২২.২৩ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছে, যা বিশ্ব রেকর্ড করেছে। এই দীপোৎসব উপলক্ষ্যে শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া-সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিল্পী অযোধ্যা এসে তাঁদের শৈল্পিকতা দেখিয়েছেন।

Ayodhya Deepotsav: বিশ্বরেকর্ড গড়েছে অযোধ্যার দীপোৎসব, সাক্ষী ৫৪ দেশের ৮৮ কূটনীতিক
বিশ্ব রেকর্ড গড়েছে অযোধ্যার দীপোৎসব।
Image Credit source: PTI

Follow Us

অযোধ্যা: দীপাবলিতে দীপোৎসব-এ বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা (Ayodhya)। শনিবার রাতে সরযূ নদীর তীর বরাবর জ্বলে উঠল ২২ লক্ষ প্রদীপ। যা বিশ্ব রেকর্ড (World record) গড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য দেশের বিশিষ্ট অতিথি ও কূটনীতিকরাও অসাধারণ দীপোৎসবের (Deepotsav) সাক্ষী হতে অযোধ্যায় এসেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “৫৪টি দেশ থেকে ৮৮ জন কূটনীতিক দীপোৎসবের সাক্ষী হতে নতুন অযোধ্যায় এসেছিলেন।”

অযোধ্যার গ্র্যান্ড দীপোৎসব বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে। এটা আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা বলে জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “গোটা দেশের পাশাপাশি বিশ্বও অযোধ্যার দীপোৎসবের সাক্ষী হয়েছে। ৫৪টি দেশের কূটনীতিকরা নতুন অযোধ্যায় এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের অংশ ছিল এই গ্র্যান্ড দীপোৎসব।” যাঁরা অযোধ্যায় আসতে পারেননি, তাঁরা এই মেগা ইভেন্টের সাক্ষী হতে না পারার জন্য আক্ষেপ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, “দীপাবলি উৎসব আমাদের সকলের জন্য ইতিবাচক শক্তি সঞ্চারিত করার একটি মাধ্যম। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং রাজ্যবাসীর সকলের মঙ্গল হোক- এই প্রার্থনা করি।”

গত বছর দীপাবলিতে সরযূ নদীর তীরে ১৫.৭৬ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে শনিবার রাতে সরযূ নদীর তীরে ২২.২৩ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছে, যা বিশ্ব রেকর্ড করেছে। এই দীপোৎসব উপলক্ষ্যে শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া-সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিল্পী অযোধ্যা এসে তাঁদের শৈল্পিকতা দেখিয়েছেন। যেমন, শ্রীলঙ্কার এক শিল্পী শ্রীরামে ছবি এঁকেছেন। নেপালের এক শিল্পী শ্রীরামের জীবনী নিয়ে স্টেজ পারফর্ম করেছেন। আবার রাশিয়ার শিল্পী অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এছাড়া দীপোৎসবের সময় রামায়ণের উপর লেজার শো, ৩ডি হোলোগ্রাফিক শো দেখানো হয়েছে। তারপর নয়া ঘাটে উপস্থিত অতিথিদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিউজিক্যাল বাজি ফাটিয়েছেন।

Next Article