Ayodhya Ram Temple Construction cost: অযোধ্যার রাম মন্দির নির্মাণে কত খরচ পড়ল, জানাল ট্রাস্ট
Ayodhya Ram Temple: আগামী ২২ জানুয়ারি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ অভিষেক হতে পারে। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে মন্দির কর্তৃপক্ষ।
অযোধ্যা: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। আগামী বছরের গোড়াতেই দ্বারোদ্ঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple)। ভূমিপুজো থেকে এই মন্দিরের নির্মাণকার্য, মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ইতিহাস গড়তে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মহামূল্য, বিশেষ পাথরে নির্মিত, বিশালাকার এই মন্দিরটি দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও নজির হতে চলেছে। ৩৯২টি স্তম্ভবাহী ৩৮০ ফুট দীর্ঘ, স্বর্ণখচিত গর্ভগৃহের দরজা বিশিষ্ট বিশালাকার এই মন্দিরটি নির্মাণে কত খরচ পড়ল, তা প্রকাশ্যে আনল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট Shri Ram Janmabhoomi Teerth Kshetra trust)।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী, অযোধ্যার রাম মন্দির তৈরির গোড়া থেকে অর্থাৎ ২০২০-র ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্মাণ খরচ পড়েছে ৯০০ কোটি টাকা। একথা জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই। এছাড়া নির্মাণখরচ বাবদ এখনও ৩ হাজার কোটি টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে বলেও জানান তিনি।
চম্পত রাই জানান, আগামী ২২ জানুয়ারি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ অভিষেক হতে পারে। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে মন্দির কর্তৃপক্ষ। অভিষেকের দিন দেশবাসীকে সূর্যাস্তের পর ঘরের সামনে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছে মন্দির ট্রাস্ট। এছাড়া সেদিন ভগবান রামকে অন্ন ভোগ দেওয়া হবে। তারপর সেটি সারাদেশে বিতরণ করা হবে।
আগামী বছর অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হলেও নির্মাণকাজ চলবে। মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হতে আরও তিনবছর লাগবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ২০২৫-এর জানুয়ারিতে মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হতে পারে।