Mamata in Goa: মমতার সফরের আগেই গোয়া জুড়ে ‘জয় শ্রীরাম’ পোস্টার

Oct 28, 2021 | 3:18 PM

CM Mamata Banerjee, Goa, একের পর ইস্যুতে গোয়া নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর চলছেই। শাসক বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে তৃণমূল। চলতি সপ্তাহেই, সোমবার আরও কয়েকধাপ এগিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) পদত্যাগ চেয়ে রাজ্যপাল শ্রীধরণ পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের একটি প্রতিনিধি দল।

Mamata in Goa: মমতার সফরের আগেই গোয়া জুড়ে জয় শ্রীরাম পোস্টার
ছবি: ফাইল চিত্র

Follow Us

পানাজি: আগামী বছরেই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাই আগে ভাগেই সংগঠনকে জোরদার করার লক্ষ্যে আজ গোয়া আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিন দিনের এই গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে নেত্রীর। মমতার এই গোয়া সফরের আগেই গোয়ার রাজনৈতিক হাওয়া নিজেদের দিকে টেনে আনতে লাগাতার চেষ্টা করে গিয়েছে তৃণমূল (Trinamool Congress)। বেশ কিছুদিন ধরেই গোয়া রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে একের পর এক কর্মসূচি নিয়েছিল বাংলার শাসক দল।

গতকালই গোয়া জুড়ে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার মমতার সফরের আগে গোয়াতেও প্রাসঙ্গিক হয়ে উঠল “জয় শ্রী রাম” (Jai Sree Ram) ধ্বনি। মমতার পৌঁছানোর আগেই এই উপকূলবর্তী রাজ্য জুড়ে চোখে পড়েছে “জয় শ্রী রাম” লেখা অনেক পোস্টার ও হোর্ডিং। এই পোস্টার প্রকাশে আসার পরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। তৃণমূলের দাবি এই ঘটনা থেকেই স্পষ্ট মমতার সফরে বিজেপি অসহিষ্ণু হয়ে পড়েছে, তাই বিভিন্ন যায়গায় এই পোস্টার লাগানো হয়েছে।

গতকালই, তৃণমূল কংগ্রেসের গোয়া শাখা টুইটারে একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে দেখা গিয়ছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে নিজেরা পায়ের নিচে চেপে ধরেছেন। এই ছবি সামনে আসার পর থেকেই নতুন করে গেরুয়া শিবিরে আক্রমণের মুখে পড়ে তৃণমূল। এই ঘটনার পরেই মমতার ছবি দেওয়া বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) বলেন, “দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। আমরা সবাই জানি এটা গোয়ার সংস্কৃতি নয়।”তিনি আরও দাবি করেছেন, বিজেপি স্থানীয় ব্যবসার ক্ষতি করছে, কারণ যে ঠিকাদাররা ওই পোস্টার হোর্ডিং লাগিয়েছিল এখন সমস্ত ভাঙচুর হোর্ডিংয়ের জন্য তাদের নিজস্ব পকেট থেকে অর্থ প্রদান করতে হবে।

একের পর ইস্যুতে গোয়া নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর চলছেই। শাসক বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে তৃণমূল। চলতি সপ্তাহেই, সোমবার আরও কয়েকধাপ এগিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) পদত্যাগ চেয়ে রাজ্যপাল শ্রীধরণ পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিও, সাংসদ সৌগত রায় ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই প্রতিনিধি দলে ছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে, গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik)। সেই দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। মমতার সফরের সময় গোয়ার রাজনীতি কোনদিকে যায় সেদিকেই নজর রয়েছে সকলের।

আরও পড়ুন Mamata Banerjee: সৈকত শহরে অস্তিত্ব পরীক্ষার লড়াই, পায়ের তলার মাটি আরও শক্ত করতে ময়দানে মমতা

Next Article