নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষীর ফাঁসির সাজা চেয়েছেন। দোষীদের দ্রুত বিচারের দাবি উঠেছে। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষণ ও মহিলাদের উপর নির্যাতন নিয়ে কেন্দ্রকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চিঠির জবাব দিল কেন্দ্র। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই চিঠিতে তিনি জানালেন, ধর্ষণ ও শিশুদের উপর নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, তার মধ্যে বেশিরভাগের কাজ শুরু হয়নি।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতিতে রাজ্যজুড়ে শুরু হয় প্রতিবাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আরজি কর কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত ২২ অগস্ট চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের শাস্তি দিতে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়নের আবেদন জানান। চিঠিতে মমতা লেখেন, তথ্য বলছে প্রতিদিন দেশে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। তার মধ্যে অনেক ঘটনায় নির্যাতিতাকে খুন করা হয়।
এরপরই চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “মহিলারা যাতে নিজেদের সুরক্ষিত এবং নিরাপদ ভাবতে পারেন, সেজন্য এইসব নৃশংস ঘটনা বন্ধ হওয়া দরকার। এইসব অপরাধে জড়িতদের শাস্তির জন্য কঠোর কেন্দ্রীয় আইন আনা দরকার।” এইসব ঘটনার দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথাও বলেন তিনি। মমতা লেখেন, দ্রুত বিচারের জন্য ১৫ দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়া দরকার।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠির জবাব দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অন্নপূর্ণা দেবী। আরজি করের নৃশংস ঘটনায় মৃতের বাবা-মাকে সমবেদনা জানিয়ে চিঠি শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সেকথা উল্লেখ করে লিখেছেন, মহিলাদের উপর অত্যাচার বন্ধে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর শাস্তির বিধান রয়েছে।
ফাস্ট ট্র্যাক আদালত গঠন নিয়ে অন্নপূর্ণা দেবী লিখেছেন, এই ধরনের আদালত গঠনের জন্য ২০১৯ সালের অক্টোবরে কেন্দ্র একটি প্রকল্প শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫২টি ফাস্ট ট্র্যাক আদালত কাজ করছে। তার মধ্যে ৪০৯টি পকসো আদালত। প্রকল্প শুরু হওয়ার পর থেকে এইসব আদালতে ২ লক্ষ ৫৩ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। তার মধ্যে ২০টি শুধু পকসো আদালত। কিন্তু, ২০২৩ সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদালতগুলির কাজ শুরু হয়নি।”
মমতাকে লেখা চিঠিতে অন্নপূর্ণা জানিয়েছেন, “২০২৩ সালের ৮ জুন চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানায়, তারা এই প্রকল্পে যোগ দিতে চায়। ৭টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানায়। পরে ১৭টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ৩০ জুনের হিসেব বলছে, তার মধ্যে শুধুমাত্র ৬টি পকসো আদালত চালু হয়েছে। পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৬০০ ধর্ষণ ও পকসো মামলা ঝুলে রয়েছে। তা সত্ত্বেও আরও ১১টি ফাস্ট ট্র্যাক আদালত গঠন নিয়ে উদ্যোগ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার।”
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী আরও বলেন, মহিলা ও শিশুদের সমস্যা দূরীকরণে কেন্দ্র একটি ন্যাশনাল হেল্পলাইন নম্বর চালু করেছে। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)