Debasree Chaudhuri meets President: ‘বাংলার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি’, রাইসিনা থেকে বেরিয়ে বললেন দেবশ্রী

Anindya Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 03, 2023 | 9:49 PM

Debasree Chaudhuri meets President: সম্প্রতি বাংলা সফর সেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় নাগরিক সম্মানও দেওয়া হয় তাঁকে।

Debasree Chaudhuri meets President: বাংলার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, রাইসিনা থেকে বেরিয়ে বললেন দেবশ্রী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দেবশ্রীর

Follow Us

নয়া দিল্লি: গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সরব হয়েছে বিজেপি। এবার রাজ্যের পরিস্থিতির বিষয়ে জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী (Debashree Chowdhury)। মূলত মালদহের নাবালিকা-ধর্ষণ ইস্যু নিয়েই সোমবার রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন দেবশ্রী। পাশাপাশি, রাজ্যের অন্যান্য বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। দেবশ্রী জানিয়েছেন, বাংলার আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথা জেনে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সম্প্রতি মালদহের নাবালিকা-ধর্ষণের ঘটনায় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শনিবারই সেই স্কুল পরিদর্শনে গিয়েছিল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের টিম। সেই সদস্যদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো হেনস্থার অভিযোগ তোলেন। রীতিমতো প্রকাশ্যে চলে আসে রাজ্য ও কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশনের ছবি। সেই ইস্যুতেই এদিন দেবশ্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

এদিন টুইটে দেবশ্রী জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি উল্লেখ করেছেন, কীভাবে বাংলায় মহিলা ও শিশুদের সঙ্গে অবিচার করা হচ্ছে। তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে অনাচার হচ্ছে সে কথাও জানিয়েছেন তিনি।

খোলাখুলিভাবে পকসো আইনকে অমান্য করা হচ্ছে বলে গাজোলে গিয়ে দাবি করেছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। ঘটনার কোনও প্রমাণ সংরক্ষণ করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। নির্যাতিতা নাবালিকার সঙ্গে কথা বলেছেন তাঁরা। সেই বয়ানের ভিত্তিতে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে।

শনিবার গাজোলে সেই সংঘাত শুধু দুই কমিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ঘটনাস্থলে সেদিন উপস্থিত হতে দেখা যায় তৃণমূল ও বিজেপির স্থানীয় নেতাদেরও। গাজোলের আগে তিলজলাতেও দেখা গিয়েছে একই ছবি। তিলজলা থানায় খোদ ওসি-র বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্ক। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এবার সেই ইস্যু পৌঁছে গেল রাষ্ট্রপতির কাছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলা সফর সেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় নাগরিক সম্মানও দেওয়া হয় তাঁকে।

Next Article