Bengaluru: স্ত্রী বেকার! রাগের মাথায় ‘খুন করে’ মৃতদেহ ট্রলিতে ভরে চম্পট স্বামী

Avra Chattopadhyay |

Mar 28, 2025 | 2:24 PM

Bengaluru: পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে আসার পর থেকেই তাদের মধ্যে হামেশাই বিবাদ চলত। গৌরী তখনও কাজের জোগাড় করতে না পারায় শুরু হয় মনমালিন্য।

Bengaluru: স্ত্রী বেকার! রাগের মাথায় খুন করে মৃতদেহ ট্রলিতে ভরে চম্পট স্বামী
বাঁদিকে অভিযুক্ত, ডান দিকে মৃত স্ত্রী
Image Credit source: X

Follow Us

বেঙ্গালুরু: স্ত্রী বেকার। কোনও কাজ করেন না। আর তা নিয়ে যত আপত্তি স্বামীর। বিবাদ এতটাই তুঙ্গে উঠল যে বচসার মধ্যেই স্ত্রীকে খুন করলেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ট্রলিব্যাগে বন্দি স্ত্রীয়ের মৃতদেহ।

ঘটনা বেঙ্গালুরুর। মাস কতক আগেই নতুন চাকরি পেয়ে স্ত্রী গৌরী সামব্রেকে নিয়ে মহারাষ্ট্র ছেড়ে এসে এই নতুন শহরে সংসার শুরু করেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রাজেন্দ্র খেদেকার। কিন্তু কয়েক মাসের মধ্যেই যেন গোটা ছবিটা বদলে গেল।

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে আসার পর থেকেই তাদের মধ্যে হামেশাই বিবাদ চলত। গৌরী তখনও কাজের জোগাড় করতে না পারায় শুরু হয় মনমালিন্য। আবার রাজেন্দ্রর বাবা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজেন্দ্র নাকি মাঝে মধ্যে তার শাশুড়িকে ফোন করে গৌরীর নামে হেনস্থা করার অভিযোগ তুলত।

অভিযুক্তের বাবা আরও জানিয়েছেন, গত বুধবার অর্থাৎ ঘটনার দিনে গৌরীকে খুন করে ট্রলিব্যাগে বন্দি করে, তাকে ফোন করেছিল ছেলে। বলেছিল, সবাইকে জানিয়ে দিও, আমিই মেরেছি। প্রতিবেশীদের দাবি, খুনের দিন তুঙ্গে চড়েছিল ওই দম্পতির বচসা। পুলিশকেও জেরায় সেই বিবাদের কথা জানান অভিযুক্ত। তার কথায়, স্ত্রী তাকে বচসার মাঝে সজোরে থাপ্পর মারে। আর তাতেই মাথায় রাগ চড়ে যায় তার। তারপরই এমন কাণ্ড। স্ত্রীকে খুন করে ট্রলিব্য়াগে বন্দি করে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত।