গুরুগ্রাম: উন্নয়ন নিয়ে ভারতীয় ধারণা কী? আর পশ্চিমী ধারণাই বা কী? ব্যাখ্যা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শুক্রবার গুরুগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “উন্নয়নের ভারতীয় ধারণা হল সামগ্রিক এবং প্রকৃতিকে সঙ্গে নিয়ে। আর উন্নয়নের পশ্চিমী ধারণা হল প্রকৃতিকে জয় করা।” সেই কারণে, পশ্চিমী উন্নয়নে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তিনি বলেন, “উন্নয়নে আমাদের নিজস্ব মডেলকে উন্নত করতে হবে, যা সারা বিশ্ব অনুসরণ করবে।”
শুক্রবার থেকে গুরুগ্রামের এসজিটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনের ন্যাশনাল রিসার্চার্স কনফারেন্স। এই কনফারেন্সে ‘ভিশন ফর বিকশিত ভারত’-র উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন আরএসএস প্রধান। তিনি বলেন, “শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। কিন্তু, এই শিক্ষা ভারত-কেন্দ্রিক হওয়া উচিত। বিশ্বের ভাল ধারণাগুলি গ্রহণ করা উচিত। কিন্তু, কখনই তা চোখ বন্ধ করে গ্রহণ করা ঠিক নয়। রিসার্চাররা যাতে ভারতীয় জ্ঞানের উপর ভিত্তি করে রিসার্চ করে, তা দেখা দরকার শিক্ষকদের।”
এদিনের এই অধিবেশনে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থী। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে রিসার্চাররাও উপস্থিত ছিলেন অধিবেশনে। ইসরো প্রধান এস সোমনাথ বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। ফলে আগামী ২৫ বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিবেশনে কৈলাস সত্যার্থীও বলেন, উন্নয়নে ভারতীয় ধারণাকেই অনুসরণ করা উচিত। তিনদিনের এই সম্মেলন শেষ হবে ১৭ নভেম্বর।