Bhutan PM Meets Modi: প্রথম বিদেশ সফরেই ভারতে, বন্ধু মোদীর সঙ্গে দেখা করতে এলেন ভুটানের প্রধানমন্ত্রী

Soumya Saha |

Mar 14, 2024 | 10:18 PM

Narendra Modi: ২০২৪ সালের জানুয়ারি ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফর দাশো শেরিংয়ের। আজ সন্ধেয় রাজধানী দিল্লিতে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন দাশো শেরিং। ভুটানের প্রধানমন্ত্রীর এই পাঁচ দিনের ভারত সফর দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Bhutan PM Meets Modi: প্রথম বিদেশ সফরেই ভারতে, বন্ধু মোদীর সঙ্গে দেখা করতে এলেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী শেরিংকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং। ভারত সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। ২০২৪ সালের জানুয়ারি ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফর দাশো শেরিংয়ের। আজ সন্ধেয় রাজধানী দিল্লিতে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন দাশো শেরিং। ভুটানের প্রধানমন্ত্রীর এই পাঁচ দিনের ভারত সফর দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

আজ ভারতে পা রাখার সঙ্গে সঙ্গেই এক উষ্ণ অভ্যর্থনা পান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং। তাঁকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ভুটানেরক প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও ভুটানের অটুট বন্ধুত্বের পরিচয় বহন করে চলেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে দুই দেশের রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। দ্বিপাক্ষিক বন্ধুত্বের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘আমার বন্ধু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে আমি অত্যন্ত খুশি। এটাই তাঁর এবারের মেয়াদকালের প্রথম বিদেশ সফর। আমাদের দুই দেশের অনন্য ও বিশেষ বন্ধুত্বের বিভিন্ন আঙ্গিক নিয়ে আজ গঠনমূলক আলোচনা হয়েছে।’ আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদীকে ভুটান সফরের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। সেই জন্যও প্রধানমন্ত্রী মোদী ভুটানের রাজা ও ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Next Article