Electoral bonds: জনসমক্ষে নির্বাচনী বন্ডের সব তথ্য, এই লিঙ্কে ক্লিক করলেই…

Mar 14, 2024 | 9:56 PM

Electoral bonds: ১২ মার্চ, নির্বাচন কমিশনের হাতে এই তথ্য তুলে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একটি পেনড্রাইভে দুটি পিডিএফ ফাইলে এই তথ্য কমিশনকে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক। তারপর, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়েই এই তথ্য প্রকাশ করা হবে। কার্যক্ষেত্রে তাই করে দেখালো কমিশন।

Electoral bonds: জনসমক্ষে নির্বাচনী বন্ডের সব তথ্য, এই লিঙ্কে ক্লিক করলেই...
সময়েই দায়িত্ব পালন করল কমিশন
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: অবশেষে প্রকাশ্যে এল নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যাদি। বৃহস্পতিবার (১৪ মার্চ), তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসবিআই-এর থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। ১২ মার্চ, নির্বান কমিশনের হাতে এই তথ্য তুলে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একটি পেনড্রাইভে দুটি পিডিএফ ফাইলে এই তথ্য কমিশনকে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক। তারপর, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়েই এই তথ্য প্রকাশ করা হবে। কার্যক্ষেত্রে তাই করে দেখালো কমিশন। কাজেই, ভারতের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট, https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds-তে গিয়ে, যে কেউ এখন এই তথ্য ব্যবহার করতে পারবেন।

রাজনৈতিক তহবিলের স্বচ্ছতার দিকে একটি বড় পদক্ষেপে, ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার একদিন আগে বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া নির্বাচনী বন্ডের ডেটা আপলোড করেছে। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে এই বন্ড প্রকল্প বাতিল হওয়া পর্যন্ত, ১ লক্ষ থেকে ১ কোটি টাকার বন্ড কোন কোন সংস্থা এবং ব্যক্তিরা কিনেছেন, সেই তথ্য পাওয়া যাবে একটি ফাইলে। অপর ফাইলে রয়েছে কোন রাজনৈতিক দল, কত তারিখে কত টাকার বন্ড ভাঙিয়েছে সেই তথ্য।

Next Article