কলকতা: ভোটের মুখে কমে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ২ টাকা করে কমে যাচ্ছে দাম। শুক্রবার ১৫ মার্চ সকাল ৬ টা থেকে নতুন দাম কার্যকরী হবে বলে জানতে পারা যাচ্ছে। ভোটের মুখে যে দাম কমছে সেই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস থেকেই। কিন্তু, কবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে করা হল সেই ঘোষণা। বর্তমানে বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে। ৭ সাত মাসে পেট্রোলের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।
টুইটও করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি লিখছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজি আবারও প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তাঁর সবসময়ের লক্ষ্য।
पेट्रोल और डीज़ल के दाम ₹2 रुपये कम करके देश के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी ने एक बार फिर साबित कर दिया कि करोड़ों भारतीयों के अपने परिवार का हित और सुविधा सदैव उनका लक्ष्य है।
वसुधा का नेता कौन हुआ?
भूखण्ड-विजेता कौन हुआ?
अतुलित यश क्रेता कौन हुआ?
नव-धर्म… https://t.co/WFqoTFnntd pic.twitter.com/vOh9QcY26C— Hardeep Singh Puri (मोदी का परिवार) (@HardeepSPuri) March 14, 2024
তিনি আরও লেখেন, “মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বজোড়া সঙ্কটের মধ্যেও দেশের কোনও পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি। বাড়ানোর বদলে গত আড়াই বছরে ভারতে পেট্রোলের দাম কমেছে ৪.৬৫ শতাংশ।” পুরীর দাবি, জ্বালানির জোগান ভারতে সর্বদাই অব্যাহত থেকে থেকে। বর্তমানে গ্রিন এনার্জির দিকেও এগিয়ে চলেছে দেশ। করা হচ্ছে নিত্যনতুন পদক্ষেপ। তবে ভোটমুখী ভারতে আচমকা পেট্রোলের মূল্যহ্রাসে পদ্ম শিবির বেশ কিছুটা বাড়তি মাইলেজ পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। অন্যদিকে ৮ মার্চ নারী দিবসের দিন রান্নার গ্যাসের দামও ১০০ টাকা কমিয়ে দিয়েছে মোদী সরকার।