Mamata Injured: রক্তাক্ত মমতা, উদ্বেগে ইউসুফ পাঠান থেকে ধনখড়-অধীর, কে কী বললেন?

Mar 14, 2024 | 9:45 PM

Mamata Injured: মম্তা আহত, উদ্বেগে গোটা দেশ। রাজনৈতিক রঙ ভুলে, গোটা দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। সেই তালিকায় থাকলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচক অধীর চৌধুরী, সুকান্ত মজুমদাররাও।

Mamata Injured: রক্তাক্ত মমতা, উদ্বেগে ইউসুফ পাঠান থেকে ধনখড়-অধীর, কে কী বললেন?
মমতার চোটে উদ্বেগে গোটা ভারত
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে গুরুতর আহত মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহত মমতার একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে তাঁর কপাল ফেটে রক্ত পড়ছে। কীভাবে তাঁর এই আঘাত লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, শোনা যাচ্ছে বাড়িতে ট্রেডমিলে হাঁটতে গিয়ে পড়ে যান এবং আঘাত পান তিনি। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশের রাজনৈতিক মহল। আসলে মমতা বন্দ্য়োপাধ্যায়ের এই আঘাত তো শুধু তাঁর শারীরিক আঘাত নয়, বলা যেতে পারে আঘাত লাগল তৃণমূল কংগ্রেসের। আরও বৃহত্তর ক্ষেত্রে এই আঘাত ইন্ডিয়া জোটেরও। রাজনৈতিক রঙ ভুলে, গোটা দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। সেই তালিকায় থাকলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচক অধীর চৌধুরী, সুকান্ত মজুমদাররাও।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবাল লিখেছেন, আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তিনি উদ্বিগ্ন। মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে তিনিও তৃণমূল সুপ্রিমোর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এক্স হ্যান্ডেলে কংগ্রেসের লোকসভা দলের নেতা, অধীর চৌধুরি লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মসৃণ ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমরা সেই প্রার্থনাই করছি।” সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, “উনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন।” রাজ্যের আরেক বিজেপি নেতা কৌস্তব বাগচী সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাতৃসমা মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, “লড়াই রাজনৈতিক, ব্যক্তিগত নয়। আমার মাথায় চুল গজানো সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্রুত সুস্থ হয়ে উঠুন।” মমতার দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

বাংলার রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে বিভিন্ন বিষয়েই মতানৈক্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন ভারতের উপরাষ্ট্রপতি পদে আছেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনিও। সূত্রের খবর, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সদ্য বহরমপুর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি লিখেছেন, “মমতা দিদির দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লাগছে। তাঁর দ্রুত পুনরুদ্ধারের কামনা করি।”

Next Article