নয়া দিল্লি: আপনি কি বিবাহিত? তা সত্ত্বেও স্ত্রী ছাড়া অন্য মহিলা, কিংবা বর ছাড়া অন্য পুরুষের সঙ্গে যৌনমিলনের ইচ্ছে হয়? নিজেকে সেই মহিলা বা পুরুষের সঙ্গে কল্পনা করে উত্তেজিত হন? যদি তিনটি প্রশ্নেরই উত্তর হ্যাঁ হয়, তাহলে নিজেকে দোষ দেবেন না। মনে রাখবেন, আপনি একা নন। ভারতে আপনার মতো নারী-পুরুষের সংখ্যা ক্রমে বাড়ছে। ভারতীয় সমাজে কখনই পরকিয়াকে মর্যাদা দেওয়া হয়নি। এক নারীকে নিয়েই জীবন কাটাবেন কোনও পুরুষ বা এক পুরুষকে নিয়েই জীবন কাটাবেন কোনও মহিলা, এটাই পবিত্র বলে বিবেচিত হয়েছে সমাজে। কিন্তু, সময় বদলে গিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ডেটিং অ্যাপ, ‘গ্লিডেন’, সম্প্রতি ভারতীয়দের পরকিয়া নিয়ে এক সমীক্ষা চালিয়েছে। ফল এসেছে বিস্ময়কর। দেখা যাচ্ছে, সমীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশেরও বেশি মানুষ, তাঁদের সঙ্গী বা সঙ্গিনীর বাইরে যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী!
বিবাহ, পরকিয়া এবং সাংস্কৃতিক বিধিনিষেধের প্রতি ভারতীয়দের মনোভাব কি বদলে গিয়েছে? সমীক্ষায় এই প্রশ্নের উত্তরই খুঁজেছে গ্লিডেন সংস্থা। ভারতের টিয়ার ১ এবং টিয়ার ২ শহরগুলির ১,৫০৩ জন বিবাহিত ভারতীয় এই সমীক্ষায় অংশ নেন। তাঁদের বয়স ছিল ২৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। ৬০ শতাংশেরও বেশি উত্তরদাতারা জানিয়েছেন, তাঁরা অপ্রচলিত যৌন সম্পর্কে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘সুইঙ্গিং। অর্থাৎ, কোনও সিঙ্গল পুরুষ বা মহিলা, অথবা কোনও দম্পতি শুধুমাত্র আনন্দের জন্য অন্য পুরুষ বা মহিলা বা দম্পতির সঙ্গে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হন। এছাড়া আছে নিজ সঙ্গীর বাইরে অন্য মহিলা বা পুরুষকে যৌনসঙ্গী হিসেবে কল্পনা করা, ভার্চুয়াল ফ্লার্ট করা। আবার অনেক ক্ষেত্রে শারীরিকভাবে লিপ্ত না হয়ে, মানসিকভাবেও পরকিয়ায় জড়িয়ে পড়েছেন অনেকে। কাজেই, বিয়ে-সম্পর্ক-বিশ্বস্ততা নিয়ে ভারতীয় সমাজের মনোভাব যে বদলাচ্ছে, তা বলাই বাহুল্য।
প্লেটোনিক সম্পর্ক – আগেই বলা হয়েছে, বিশ্বস্ততা রক্ষা শুধুমাত্র শারীরিক সম্পর্কের মধ্য়ে সীমাবদ্ধ নয়। অনেকেই নিজ সঙ্গী বা সঙ্গিনীর বাইরে অন্য ব্যক্তির সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৬ শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কলকাতায় এই প্রবণতা বেশ বেশি, ৫২ শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন।
ভার্চুয়াল ফ্লার্ট – ডিজিটাল যুগে অনলাইন ফ্লার্ট করা অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৬ শতাংশ মহিলা এবং ৩৫ শতাংশ পুরুষ ভার্চুয়াল ফ্লার্টিং-এ আসক্ত। এই প্রবণতা বেশি কোচি শহরে। সেখানকার উত্তরদাতাদের ৩৫ শতাংশ ভার্চুয়াল জগতে ফ্লার্ট করার কথা স্বীকার করেছেন।
অন্য মহিলা বা পুরুষকে নিয়ে যৌন স্বপ্ন দেখা – নিজ সঙ্গী ব্যতীত অন্য কাউকে নিয়ে যৌন কল্পনা করাও আজকের সমাজে খুব বড় কোনও বিষয় নয়। সমীক্ষায় ৩৩ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ মহিলা স্বীকার করেছেন, তাঁরা নিয়মিত এই কল্পনার জগতে বিচরণ করেন। জয়পুরে এই প্রবণতা কম, ২৮ শতাংশ। প্রবণতা বেশি লুধিয়ানায়, ৩৭ শতাংশ।
গ্লিডেনের ভারতীয় ম্যানেজার, সিবিল শিডেল বলেছেন, “সমসাময়িক ভারতীয় সম্পর্কের জটিল পরিমণ্ডলে এই সমীক্ষায় আকর্ষণীয় কিছু ফল উঠে এসেছে। প্রেম, প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত পরিপূর্ণতার খোঁজের বিষয় ভারতীয় সমাজ কীভাবে বদলে যাচ্ছে, তা ধরা পড়েছে এই সমীক্ষায়। ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এই দেশে আগের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। প্রচলিত ধ্যান-ধারণাকে অস্বীকার করে ভারতীয়রা যে করমে সাহসী হয়ে উঠছেন, তা দেখিয়েছে।”