Fire Incident: একটা মশার কয়েল থেকেই এত বড় বিস্ফোরণ! মায়ের পাশেই দগ্ধ হয়ে মৃত্যু সন্তানের

Sep 02, 2024 | 6:15 PM

Mosquito Coil: মশার কয়েলের আগুন প্রায় চোখে দেখা যায় না। অথচ সেই কয়েল থেকেই এমন একটি বিস্ফোরণ ঘটে গেল, যার পরিণতি হল মর্মান্তিক। ঘটনায় মৃত যুবকের মা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Fire Incident: একটা মশার কয়েল থেকেই এত বড় বিস্ফোরণ! মায়ের পাশেই দগ্ধ হয়ে মৃত্যু সন্তানের
মশার কয়েল থেকে ভয়াবহ ঘটনা
Image Credit source: TV9 Network

Follow Us

হায়দরাবাদ: কথায় আছে সাবধানের মার নেই! বিষয় যতই ছোট হোক না কেন, ঝুঁকি থাকতে পারে সর্বত্র। তাই বাড়িতে হোক বা রাস্তায়, সবসময় সাবধান থাকা জরুরি। বর্ষাকালে বাড়িতে বাড়িতে মশার কয়েল জ্বালানো নতুন কিছু নয়। আর সেই মশার কয়েলই কাল হল। বিস্ফোরণের বছর বয়সী এক ব্যক্তি পুড়ে মারা যান এবং একই যুবক তার মাও আগুনে পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হায়দরাবাদের ঘটনা। মশার কয়েলের আগুন প্রায় চোখে দেখা যায় না। অথচ সেই কয়েল থেকেই এমন একটি বিস্ফোরণ ঘটে গেল, যার পরিণতি হল মর্মান্তিক। ঘটনায় মৃত যুবকের মা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত বিমলা তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। তাঁর ভাই অভিষেক পড়াশোনা করার জন্য শহরে তাঁদের কাছে এসেছিলেন। ঘটনার দিন বাড়িতে প্রচুর মশা ঘোরাফেরা করছিল, তাই সেখানে একটি কয়েল জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। অভিষেক তাঁর মা এবং বাবার কাছে ঘুমিয়েছিলেন। কয়েলের স্ফুলিঙ্গ ঘরের কিছু জিনিসের উপর ছড়িয়ে পড়ে, সেটা চোখে পড়েনি কারও।

এরপর আগুন ধীরে ধীরে বাড়ির একটি অংশে ছড়িয়ে পড়ে। আগুন পৌঁছে যায় রান্নাঘরে। সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিষেকের। এই দুর্ঘটনায় তাঁর মা গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ভেঙে পড়ে গোটা পরিবার। ঘটনার পর পুলিশ লোকজনকে সতর্ক করেছেন, একটু অসাবধানতা কতটা প্রাণঘাতী হতে পারে।

Next Article