AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: বাংলায় বকেয়া DA-র পাহাড়, পড়শি রাজ্যে ৫৫ শতাংশে পৌঁছল মহার্ঘ ভাতা

DA Hike: ডিএ বাড়ানোয় ৫ লাখ রাজ্য সরকারি কর্মী ও ৬ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। চলতি  বছরের ১ জানুয়ারি থেকেই এই নতুন বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এই কয়েক মাসের বকেয়া ডিএ-ও পাবেন কর্মীরা।

DA Hike: বাংলায় বকেয়া DA-র পাহাড়, পড়শি রাজ্যে ৫৫ শতাংশে পৌঁছল মহার্ঘ ভাতা
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: May 17, 2025 | 10:58 AM
Share

পটনা: পশ্চিমবঙ্গে যেখানে পাহাড় প্রমাণ বকেয়া, সেখানেই পড়শি রাজ্যের সরকারি কর্মীরা পেলেন সুখবর। বাড়ল ডিএ। শুক্রবারই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল পড়শি রাজ্য বিহার। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ বাড়ানো হল।

ক্যাবিনেট বৈঠকেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার থেকে বিহারের সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৫৫ শতাংশ ডিএ ও ডিআর পাবেন। সপ্তম পে কমিশন অনুয়ায়ীই ডিএ  দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ষষ্ঠ পে কমিশনের অধীনে কর্মীদের এর আগে ৬ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এই হিসাবে ২৫২ শতাংশ ডিএ ও ডিআর বেড়েছে। অন্যদিকে, পঞ্চম পে কমিশনের অধীনে যারা রয়েছেন, তাদের ডিএ ও ডিআর ১১ শতাংশ বাড়ানো হয়েছে। এতে তাদের ডিএ ৪৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে।

ডিএ বাড়ানোয় ৫ লাখ রাজ্য সরকারি কর্মী ও ৬ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। চলতি  বছরের ১ জানুয়ারি থেকেই এই নতুন বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এই কয়েক মাসের বকেয়া ডিএ-ও পাবেন কর্মীরা।

প্রসঙ্গত, শুক্রবারই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে বকেয়া ডিএ নিয়ে। আগামী ৪ সপ্তাহের মধ্যে অন্তত ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।