Tej Pratap Got Fined: লালু-পুত্রের ‘তেজ’ দমন! হেলমেট ছাড়াই স্কুটি চালানোয় বিধায়ককে জরিমানা পুলিশের

Avra Chattopadhyay |

Mar 16, 2025 | 5:07 PM

Tej Pratap Got Fined: ভাইরাল হয় একটি ভিডিয়ো। সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েন লালু-পুত্র। সেই ভিডিয়োতে শোনা যায়, 'ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব।'

Tej Pratap Got Fined: লালু-পুত্রের তেজ দমন! হেলমেট ছাড়াই স্কুটি চালানোয় বিধায়ককে জরিমানা পুলিশের
হেলমেট ছাড়া তেজ প্রতাপ
Image Credit source: ANI

Follow Us

পটনা: কখনও তাঁকে দেখা গিয়েছে, পুলিশকে নাচাতে। কখনও আবার দেখা গিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে হল্লা করতে। হোলির দিনে লালুর জ্যেষ্ঠ-পুত্র মনেও যেন বেশ রঙ ধরেছিল। স্থানীয়রা তাঁকে বরাবরই ‘রঙিন’ বলেই আখ্য়ান দিয়ে থাকেন। কিন্তু সেই ‘রঙ’ যে এতটা বেরিয়ে আসবে তা কেউ ধরতেই পারেনি।

অনেকে বলে থাকেন, তেজ প্রতাপের এই ‘রঙিন’ জীবনের জন্য নিজের সঠিক রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে নীতীশ সব সময় তেজস্বীকেই এগিয়ে দিয়েছেন। মাস কয়েক পরেই বিহারে বাজবে নির্বাচনী নির্ঘণ্ট। আর তার আগেই নিজের ‘আচরণের’ জেরে প্রশ্নের মুখে পড়লেন লালু-পুত্র তেজ প্রতাপ।

হোলির দিনে নিজের ‘তেজেই’ গোটা বিহার ঘুরলেন স্কুটি নিয়ে। তাও আবার হেলমেট ছাড়া। হল্লা করলেন নীতীশের বাসভবনের সামনে। সমাজমাধ্যমে ভাইরাল হল আরজেডি বিধায়কের কর্মকাণ্ড। আর তারপরেই ‘অ্য়াকশনে’ পুলিশ।

ভাইরাল ভিডিয়ো ধরে বিধায়ককে ৪ হাজার টাকা জরিমানা ধরাল বিহার পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হল্লা করেই কি ফাঁপরে পড়লেন তিনি? না, তেমনটা ঠিক নয়। বিহারজুড়ে হেলমেট ছাড়া স্কুটি নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগেই বিরোধী দলের বিধায়কের বিরুদ্ধে এই জরিমানা করল তারা। বিহার পুলিশের দাবি, শুধু হেলমেটই নয়। বিধায়কের স্কুটিতে বিমাও নেই, নেই ধোঁয়ার কাগজও।

প্রসঙ্গত, শুক্রবার পটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতে আয়োজিত হোলির অনুষ্ঠানেও পুলিশকর্মীকে নাচানোর অভিযোগ ওঠে মহুয়ার বিধায়ক তেজ প্রতাপের বিরুদ্ধে। সেই প্রসঙ্গেই ভাইরাল হয় একটি ভিডিয়ো। সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েন লালু-পুত্র। সেই ভিডিয়োতে শোনা যায়, ‘ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব।’

Next Article