Narendra Modi: প্রথম দফার বিজেপি প্রার্থীদের বিশেষ পার্সোনালাইজ়ড বার্তা মোদীর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 17, 2024 | 9:56 PM

Narendra Modi: তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদী। তাঁকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'একটি ভাল চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে।'

Narendra Modi: প্রথম দফার বিজেপি প্রার্থীদের বিশেষ পার্সোনালাইজ়ড বার্তা মোদীর
নরেন্দ্র মোদী
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: প্রথম দফার প্রচার পর্ব শেষ। শুক্রবার ভোটগ্রহণ। তার আগে প্রথম দফায় বিজেপি ও এনডিএ জোটের প্রার্থীদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি ও তার বন্ধু দলের প্রার্থীদের কাছে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর এই চিঠি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন তিনি। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদী। তাঁকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘একটি ভাল চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে।’

এবারের লোকসভা ভোটে আন্নামালাই যে সংসদ পর্যন্ত পৌঁছাবেন, সে বিষয়েও নিজের আত্মবিশ্বাসের কথা ওই চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দলে আপনার মতো একজন সদস্য আমার জন্য বড় সম্পদ… গত ১০ বছরে দেশব্যাপী সমাজের প্রতিটি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অনেক সমস্যা দূর করা হয়েছে, এখনও অনেক কিছু করা বাকি আছে। আমাদের সেই মিশন নিশ্চিত করতে এবারের ভোট একটি নির্ণায়ক ভূমিকায় থাকবে।’

উল্লেখ্য, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। মোট সাত দফায় ভোট হচ্ছে এবার। ১ জুন শেষ দফার ভোট। তারপর ৪ জুন সবকটি দফার আসনের একসঙ্গে ভাগ্যগণনা হবে। প্রথম দফায় দেশজুড়ে মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার।

Next Article