Festival of India: টিভি৯-র দুর্গাপুজোয় বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী

Festival of India: ৯ অক্টোবর থেকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। পাঁচদিন ব্যাপী এই উৎসবে যেমন সাধারণ মানুষ সামিল হয়েছেন, তেমনই বিশিষ্টজনরাও আসছেন। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই উৎসবে সামিল হন বিজেপির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী।

| Updated on: Oct 11, 2024 | 8:35 PM
টিভি৯-র দুর্গাপুজো উদযাপনে সামিল হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।

টিভি৯-র দুর্গাপুজো উদযাপনে সামিল হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।

1 / 5
তাঁকে স্বাগত জানান টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা।

তাঁকে স্বাগত জানান টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা।

2 / 5
টিভি৯-র এই আয়োজনের প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী।

টিভি৯-র এই আয়োজনের প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী।

3 / 5
টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

4 / 5
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে। তেমনই রয়েছে দেশের নানা প্রান্তের খাবার।

ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে। তেমনই রয়েছে দেশের নানা প্রান্তের খাবার।

5 / 5
Follow Us: