নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে সোমবার মালদহ বনাম মণিপুর তরজায় উত্তাল হতে পারে কক্ষ। একদিকে মণিপুরে দুই তরুণীকে সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় ঘোরানো এবং নানাভাবে শারীরিক হেনস্থার যে ভিডিয়ো সামনে এসেছে, তা নিয়ে সরব হতে চলেছে বিরোধীরা। অন্যদিকে মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে ভরা বাজারে শারীরিক হেনস্থা ও মারধরের ঘটনাকে সামনে রেখে হতে চলেছে ধরনা কর্মসূচি। পাশাপাশি রয়েছে বিরোধীদেরও ধরনা কর্মসূচি। তাতে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সোমবার সকালে সংসদে ধরনায় বসবেন বাংলার বিজেপি সাংসদরা। সকাল সাড়ে ৯টায় গান্ধীমূর্তির সামনে প্রতিবাদ অবস্থানে বসবেন তাঁরা। মালদহের ঘটনা নিয়ে ধরনা প্রদর্শন করবেন বিজেপি সাংসদরা। থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। এদিন ঠিক এক ঘণ্টা পর বিরোধীদেরও ধরনা কর্মসূচি আছে এই গান্ধীমূর্তির পাদদেশেই।
মণিপুর ইস্যু নিয়ে বিরোধীদলগুলির সাংসদরা সোমবার ধরনায় বসবেন সকাল সাড়ে ১০টায়। তৃণমূল কংগ্রেসের তরফে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সকাল ১০টায় বিরোধী জোট I.N.D.I.A-র সংসদীয় নেতাদের বৈঠক রয়েছে। সূত্রের খবর, এরপর সংসদের ভিতরে মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করবে বিরোধীরা।
এদিকে জাতীয় কংগ্রেস দিল্লিতে যখন মণিপুর ইস্যুতে এককাট্টা হয়ে প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বাংলার একমাত্র কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অধীর সেই ভিডিয়োয় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
An important partner of I.N.D.I.A., Congress is complaining about the another partner of I.N.D.I.A, TMC in West Bengal.
Then question still remains.
Why are they meeting in Bangalore?
Just to fool the public. West Bengal people are smart enough to judge. https://t.co/sXVsNz9tUC
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 23, 2023
তা শেয়ার করেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লিখেছেন, ‘I.N.D.I.A-এর গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস আরেক শরিক তৃণমূলের বাংলার অবস্থা নিয়ে অভিযোগ তুলেছে। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন তারা বেঙ্গালুরুতে বৈঠক করলেন? মানুষকে বোকা বানাতে। বাংলার মানুষ কিন্তু যথেষ্ট স্মার্ট এসব বিচারের জন্য।’