Vice President: উপরাষ্ট্রপতি পদে NDA প্রার্থী কে? নাম জানিয়ে দিলেন নাড্ডা
Vice President: এদিন সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডা বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী স্থির করতে চেয়েছিলাম। সেইমতো সিপি রাধাকৃষ্ণণের নাম ঠিক হয়েছে। তিনি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন।"

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হচ্ছেন। রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর নাড্ডা জানালেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে এনডিএ প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, তার জন্য বিরোধীদের সঙ্গেও তাঁরা বৈঠক করবেন।
গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। তাঁর জায়গায় উপরাষ্ট্রপতি পদে কাকে বিজেপি প্রার্থী করবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। এদিন রাধাকৃষ্ণণের নাম ঘোষণার সময় নাড্ডা বলেন, “আমরা সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী স্থির করতে চেয়েছিলাম। সেইমতো সিপি রাধাকৃষ্ণণের নাম ঠিক হয়েছে।” উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে এদিন বিজেপির সংসদীয় বোর্ড বৈঠকে বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাড্ডার পাশাপাশি আরও একাধিক নেতা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ অগস্ট। তবে রাধাকৃষ্ণণ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তার জন্য তাঁরা বিরোধীদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন নাড্ডা। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা বিরোধীদের সঙ্গেও কথা বলব। আমরা তাদেরও সমর্থন চাই। আমরা চাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি নির্বাচিত হোন রাধাকৃষ্ণণ। বিরোধীদের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের বর্ষীয়ান নেতারা আগেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের NDA-র শরিকরাও আমাদের সমর্থন করেছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণণ আমাদের NDA প্রার্থী।” প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভায় বর্তমানে NDA-র যতজন সাংসদ রয়েছেন, তাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিলেও রাধাকৃষ্ণণের জয় কার্যত নিশ্চিত।
কে এই সিপি রাধাকৃষ্ণণ?
সিপি রাধাকৃষ্ণণের জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর। তামিলনাড়ুর তিরুপ্পুরে। তিনি একসময় আরএসএসের সদস্য ছিলেন। ২০২৪ সালের ৩১ জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে শপথ নেন। তার আগে প্রায় দেড় বছর ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন।

