নাড্ডার উত্তরসূরী কে? মুখোমুখি বসবেন মোদী-ভাগবত, কার নামে পড়বে সিলমোহর?
BJP New President Election: বিজেপির নিয়ম, এক ব্যক্তি, এক পদ। অর্থাৎ কোনও ব্যক্তি একের বেশি পদে থাকতে পারেন না। গত বছর লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করা হয় জেপি নাড্ডাকে। তাঁর জায়গায় নতুন করে সর্বভারতীয় সভাপতি নিয়োগ করা হয়নি।

নয়া দিল্লি: নতুন কেন্দ্রীয় সভাপতি পেতে চলেছে বিজেপি? জোর জল্পনা শুরু। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই বিজেপি নতুন কেন্দ্রীয় সভাপতি পেতে পারে। পাশাপাশি তিন রাজ্যের সভাপতি ও জাতীয় কাউন্সিল সদস্য নির্বাচনও করা হবে। শুক্রবারই তিন রাজ্যের সভাপতি বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেছে বিজেপি।
বিজেপির নিয়ম, এক ব্যক্তি, এক পদ। অর্থাৎ কোনও ব্যক্তি একের বেশি পদে থাকতে পারেন না। গত বছর লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করা হয় জেপি নাড্ডাকে। তাঁর জায়গায় নতুন করে সর্বভারতীয় সভাপতি নিয়োগ করা হয়নি। এক বছর ধরে তিনি দুই পদ সামলাচ্ছেন।
দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে বিজেপির নতুন সভাপতি বাছাই করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই হচ্ছিল না। শোনা যাচ্ছে, এবার বিজেপি নতুন সভাপতি বাছাই করতে মনস্থির করে নিয়েছে। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে পারেন। এই বৈঠকেই পরবর্তী সভাপতি বাছাই করা হতে পারে।
মোহন ভাগবতের সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ জাতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আরএসএসের মতামত অগ্রাহ্য করতে পারে না বিজেপি। দলের নিয়ম অনুযায়ী, অন্তত অর্ধেক নতুন রাজ্য সভাপতি নির্বাচন হয়ে গেলে, তারপর কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় সভাপতির ক্ষেত্রে সাধারণত একজনই মনোনয়ন জমা দেন এবং তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এখনও পর্যন্ত বিজেপি ১৪টি রাজ্যের নতুন সভাপতি ও ৩৭ জন রাজ্য ইউনিটের সদস্য বাছাই করেছে। ১৯টি রাজ্যের সভাপতি নির্বাচন হয়ে গেলে কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে।
পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবি শঙ্কর প্রসাদকে। শুক্রবার তা জানিয়েছেন বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ।পশ্চিমবঙ্গ ছাড়াও নির্বাচন কেন্দ্রিক তালিকায় রয়েছে মহারাষ্ট্র আর উত্তরাখণ্ডের নাম।

