BJP’s First Candidate List: আগামী সপ্তাহেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, থাকতে পারে মোদী-শাহের নাম
BJP: এদিন দুই দফায় দিনভর বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ আরও চারটি রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। এই চারটি রাজ্যের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং ছত্তীশগঢ়। এই বৈঠক থেকে রাজ্য নেতাদের নির্বাচন নিয়ে একাধিক গাইডলাইন বেঁধে দেন নাড্ডা ও শাহ।

নয়া দিল্লি: লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আর ওই সপ্তাহেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। সেই প্রার্থী তালিকায় নাম থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার বিজেপির বৈঠক শেষে এমনটাই জানা যাচ্ছে বলে সূত্রের খবর।
বিজেপি সূত্রের খবর, আগামী ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক (CEC) হবে। সেই বৈঠকের পরেই ১০০ আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। সেই তালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো প্রভাবশালী নেতাদের নাম থাকতে পারে। যদিও মোদী, শাহ এবারে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও দলের স্পষ্ট করা হয়নি। তবে জয়ী আসন বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গান্ধীনগর থেকে অমিত শাহ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে প্রাথমিক সূত্রে খবর। এছাড়া ১০০ আসনের তালিকায় ২০১৯ -এর পরাজিত আসন এবং বিজেপির ধারাবাহিকভাবে দুর্বল লোকসভা আসনগুলিতেই প্রথম প্রার্থী ঘোষণা করা হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত রাজ্যে বিজেপি দুর্বল, সেই সমস্ত রাজ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন আসনে, কোথায় সংগঠনের গাফিলতি রয়েছে, তা খুঁজে বের করতে এদিন দুই দফায় দিনভর বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ আরও চারটি রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। এই চারটি রাজ্যের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং ছত্তীশগঢ়। প্রথম পর্যায়ের বৈঠকে মূলত সব রাজ্যের সংগঠন প্রধান (state in charge) এবং নির্বাচনী প্রধানদের (election in charge) সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের তথাকথিত সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহ। এই বৈঠক থেকে রাজ্য নেতাদের নির্বাচন নিয়ে একাধিক গাইডলাইন বেঁধে দেন নাড্ডা ও শাহ।
দ্বিতীয় পর্যায়ে রাজ্য সভাপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের সংগঠনের প্রধান এবং নির্বাচনী প্রধানদের পাশাপাশি পাঁচটি রাজ্যের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী এবং অবিজেপি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা এবং অমিত শাহ।
নাড্ডা-শাহের সঙ্গে এই বাংলা থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত, সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রার্থীর নাম ঘোষণা ঘিরে দলীয় অসন্তোষ যেন মাথাচাড়া না দেয়, সে বিষয়ে রাজ্য নেতাদের নজর রাখার ব্যাপারে জেপি নাড্ডা ও অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।





