Haryana: কংগ্রেসের হারের দায় ভূপিন্দরের ওপরেই চাপাচ্ছেন কৃষক নেতা

Oct 13, 2024 | 5:45 PM

Haryana: সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট গুরনাম সিং চারুনি বলেন, "আমার মতে ভূপিন্দর সিং হুদা বুদ্ধিহীন মানুষ। হরিয়ানায় যে পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেসের দিকে ভোট পড়েছে, সেটা আমাদেরই তৈরি করা।"

Haryana: কংগ্রেসের হারের দায় ভূপিন্দরের ওপরেই চাপাচ্ছেন কৃষক নেতা
কৃষক নেতা চারুনি
Image Credit source: IANS

Follow Us

নয়া দিল্লি: হরিয়ানায় কংগ্রেসের পরাজয়ের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাকেই দায়ী করেছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান গুরনাম সিং চারুনি। তাঁর দাবি, বুদ্ধিহীন একজন নেতা ভূপেন্দ্র। কৃষকদের পাশে তিনি দাঁড়াতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি চারুনির। তাঁর দাবি, হুডা যদি অভয় চৌতালার সঙ্গে সমঝোতা করে তাঁকে টিকিট দিতেন, তাহলে তাঁর দল হরিয়ানায় নয়টি আসন জিতত।

সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট গুরনাম সিং চারুনি বলেন, “আমার মতে ভূপেন্দ্র সিং হুদা বুদ্ধিহীন মানুষ। হরিয়ানায় যে পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেসের দিকে ভোট পড়েছে, সেটা আমাদেরই তৈরি করা।” কৃষক নেতার মতে, কংগ্রেস হরিয়ানায় জিততে পারেনি, তার একটাই কারণ হল, তিনি কোনও সমঝোতা করেননি। কংগ্রেস ভূপেন্দ্র সিং হুদার ওপরেই সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, সেটাও ঠিক হয়নি বলেই মনে করেন তিনি। গুরনাম সিং-এর বক্তব্য, ভূপেন্দ্র সিং হুদাকে বিরোধী দলনেতা করাও উচিত হবে না।

বিজেপির পদ্ধতির পুনরাবৃত্তি করা হয়েছে বলে অভিযোগ তুলে কৃষক নেতা বলেন, কৃষকের পাশে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় কংগ্রেসের এই অবস্থা।

Next Article