হায়দরাবাদ: কয়েকদিন আগেই ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুর উপর দাউদাউ করে জ্বলে গিয়েছিল একটি বিলাসবহুল গাড়ি। দীর্ঘক্ষণ ব্যাপক জ্যাম দেখা গিয়েছিল ব্রিজের মাথায়। দমকল এলেও তার আগেই পুড়ে ছাই হয়েছিল গাড়িটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এবার কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল হায়দরাবাদে। হায়দরাবাদ মিন্ট কম্পাউন্ডের কাছে একটি BMW গাড়িতে আচমকা আগুন লেগে যায়। সূত্রের খবর, বুধবার তেলেঙ্গনা সচিবালয়ের পিছনে পার্ক করা ছিল গাড়িটি। কিন্তু, কী করে সেটিতে আচমকা আগুন লেগে যায় তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এদিকে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান GHMC কর্মীরা। জলের ট্যাঙ্ক নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। খবর যায় দমকলে। জিএইচএমসি ও দমকল কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, ততক্ষণে ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে গোটা এলাকায়। তবে এ ঘটনাতেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
#WATCH | Telangana: A car was gutted in fire near the Mint compound in Hyderabad, earlier today. More details are awaited. pic.twitter.com/HUzRlF6l9x
— ANI (@ANI) December 27, 2023
তবে গাড়িটির মালিক কে সে বিষয়ে এখনই নিশ্চিত হতে পারেননি দমকল কর্মীরা। খোঁজ চলছে। তদন্ত শুরু করেছে পুলিশও। সূত্রের খবর, যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন গাড়িতে কেউ ছিল না। তবে আগুনের লেলিহান শিখা যেভাবে মুহূর্তেই গোটা গাড়িটিকে গ্রাস করে নিয়েছিল তাতে ভয় বাড়ে এলাকায়। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন দ্রুত আগুন নেভানোর কাজ শুরু না হলে আরও বড় বিপদ হতে পারত। আগুন ছড়াতে পারত আশেপাশের এলাকাতে।