New Delhi: পিছু ছাড়াতে চেয়েছিল প্রেমিক! পরিত্যক্ত এলাকায় পোড়া স্যুটকেসে মিলল প্রেমিকার দগ্ধ দেহ

Avra Chattopadhyay |

Jan 28, 2025 | 4:37 PM

New Delhi: দিল্লির গাজিপুরের একটি পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে শিল্পার দেহ। একটি পোড়া স্যুটকেসের মধ্যে দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে শিল্পাকে।

New Delhi: পিছু ছাড়াতে চেয়েছিল প্রেমিক! পরিত্যক্ত এলাকায় পোড়া স্যুটকেসে মিলল প্রেমিকার দগ্ধ দেহ
মৃত শিল্পা পান্ডে
Image Credit source: facebook

Follow Us

নয়াদিল্লি: দিল্লির বুকে ফিরে এল শ্রদ্ধা-কাণ্ডের ছায়া। ঘটনা ২০২২ সালের, লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ৩৫ টুকরো করে স্থানীয় একটি বনে ফেলে দিয়েছিল প্রেমিক আফতাব। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল রাজধানীর বুকে।

তারপর থেকে কেটে গিয়েছে অনেকটা সময়। যমুনার বুক চিরে বয়ে গিয়েছে কত জল। ফের শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দেওয়া কাণ্ড ঘটল রাজধানীতে। শ্রদ্ধার মতো নিজের লিভ-ইন পার্টনারের হাতে বলি হলেন আরও এক মহিলা। নাম শিল্পা পান্ডে।

দিল্লির গাজিপুরের একটি পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে শিল্পার দেহ। একটি পোড়া স্যুটকেসের মধ্যে দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে শিল্পাকে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে সেই স্যুটকেসের মধ্যে মৃতকে ঢুকিয়ে প্রমাণলোপাটের জন্য সেটিতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত।

ইতিমধ্য়ে ‘পোড়া’ স্যুটকেসকে ধরেই মিলেছে অভিযুক্তের খোঁজ। পুলিশ সূত্রে খবর, তদন্তের শুরুতে কিছু ঠাওর করে উঠতে না পারা গেলেও, পরবর্তীতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের হদিশ মেলে। কে সেই অভিযুক্ত?

নাম অমিত তিওয়ারি। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর। জেরা করে পুলিশ জানতে পেরেছে, কাকার মেয়ে শিল্পার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পেশায় ক্যাব চালক অমিত। একত্রেই বাস করতেন তারা। প্রথমদিকে সব কিছু ভালই ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় সম্পর্ক কয়েক মাস পেরতেই। শিল্পার থেকে পিছু ছাড়াতে চাইছিলেন অমিত। কিন্তু, শিল্পা লিভ-ইন সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে বিয়ে করতে জোর করছিল তাকে। এমনই একদিন এই প্রসঙ্গে বিবাদ চরমে ওঠে। মত্ত অবস্থায় ছিলেন অমিত। রাগের মাথায় গলা টিপে শিল্পাকে খুন করেন তিনি।

যতক্ষণ চেতনা ফেরে, ততক্ষণে সব শেষ। কী ভুল করেছেন তা বুঝতে পারেন অমিত। শুরু হয় প্রমাণলোপাটের কাজ। একটি স্যুটকেসের মধ্যে শিল্পার দেহ ঢুকিয়ে দেয় অমিত। সেই কাজে সঙ্গী হয় অমিতের এক বন্ধুও। এরপর স্থানীয় একটি পরিত্যক্ত এলাকায় গিয়ে সেই স্যুটকেসটি ফেলে দেন তারা। তবে এখানে থামেননি অমিত। এরপর ডিজেল ঢেলে স্যুটকেসটিকে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া হন অমিত।