শ্রীহরিকোটা: এক দিনে জোড়া সাফল্য। মহাকাশে স্পেস ডকিং প্রক্রিয়ার পর এবার মোটা টাকা বরাদ্দ করা হল ইসরোর জন্য। বৃহস্পতিবার, অন্ধ্রপ্রদেশে ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চপ্যাড তৈরির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘শ্রীহরিকোটায় ইসরোর স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চপ্যাড তৈরির জন্য মোট ৩ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রিসভা। এর আগের দু’টি লঞ্চপ্যাডের তুলনায় অনেকটাই উন্নত ও আকারে বড় হতে চলেছে এই নতুন লঞ্চপ্যাড। যা বদলে দেবে মহাকাশ গবেষণা পরিকাঠামোর সমীকরণ।’
কী কী সুবিধা থাকবে এই নতুন লঞ্চপ্যাডে?
সামনের বছরে বেশ কয়েকটি নতুন মহাকাশ অভিযান রয়েছে ইসরোর। যার বেশির ভাগটা লঞ্চ করা হবে এই প্যাড থেকেই। আগের দুই লঞ্চপ্যাডের তুলনায় উন্নত প্রযুক্তি। এমনকি আকারেও অনেকটা বড় হবে এই তৃতীয় লঞ্চপ্যাডটি। এছাড়াও, গগনযান অভিযানের আগেই এই লঞ্চপ্যাড তৈরি করা হবে বলেই খবর, যা সেই অভিযানটিকেও বাড়তি গতি দিতে সাহায্য করবে।
প্রসঙ্গত, একদিনেই জোড়া সাফল্য লাভ করেছে ইসরো। মন্ত্রিসভায় লঞ্চপ্যাডের টাকা বরাদ্দের পাশাপাশি, স্পেস ডকিং প্রক্রিয়ায় সফল হয়েছে ইসরো। দু’টি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুত এনে মহাকাশে স্টেশন তৈরির কাজে আরও এক দফা সফল হয়েছে দেশের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র।