AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘NET’-এর তদন্তে গিয়ে হামলার মুখে CBI, ‘NEET’-এর তদন্তে এফআইআর

CBI on NEET-UG and UGC-NET paper leak case: ইউজিসি নেট এবং নিট-ইউজি দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে, রবিবার (২৩ জুন) এই মামলার বিষয়ে একটি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। অন্যদিকে, ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্তের জন্য বিহারের নওয়াদা জেলায় গিয়ে হামলার মুখে পড়ল সিবিআই।

'NET'-এর তদন্তে গিয়ে হামলার মুখে CBI, 'NEET'-এর তদন্তে এফআইআর
আরজিকরের তদন্ত শুরুImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 23, 2024 | 7:48 PM
Share

নয়া দিল্লি: প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের মুখে বাতিল করা হয়েছে ২০২৪ সালের ইউজিসি নেট (UGC-NET 2024) পরীক্ষা। এই অভিযোগের এর তদন্ত করছে সিবিআই। আর ২০২৪ সালের নিট-ইউজি (NEET (UG)) পরীক্ষা বাতিল না করা হলেও, এই পরীক্ষাকে কেন্দ্র করেও উঠেছে বড়-সড় অনিয়মের অভিযোগ। শনিবার, এই অভিযোগেরও তদন্ত ভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েক ঘণ্টার মধ্যেই দুটি মামলার ক্ষেত্রেই অ্যাকশনে নেমে গেল সিবিআই। নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে, রবিবার (২৩ জুন) এই মামলার বিষয়ে একটি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। অন্যদিকে, ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্তের জন্য বিহারের নওয়াদা জেলায় গিয়ে হামলার মুখে পড়ল সিবিআই।

রবিবার সিবিআই কর্তারা জানিয়েছে, শনিবার ইউজিসি-নেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তের স্বার্থে নওয়াদা জেলার রাজৌলি এলাকায় গিয়েছিলেন সিবিআই আধিকারিকদের একটি দল। তদন্তকারী দলে, নওয়াদা টাউন থানার এক মহিলা কনস্টেবল-সহ ৪ সিবিআই কর্তা ছিলেন। ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে দলটি রাজৌলির কাসিয়াদিহ গ্রামে পৌঁছেছিল। তারা সেখানে যাওয়ার গ্রামের বাসিন্দারা সিবিআই-এর ওই দলের উপর হামলা চালায়। জানা গিয়েছে, সিবিআই কর্তাদের ওই দলটিকে ভুয়ো বলে মনে করেছিল গ্রামবাসীরা। আর সেই থেকেই তাদের মারধর করা শুরু করে এবং সিবিআই-এর গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে সিবিআই কর্তারা জানিয়েছেন, নিট মামলার তদন্তে, কেন্দ্রীয় শিক্ষা সচিবের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১২০-র খ এবং ৪২০ ধারায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৪ (NEET-UG 2024) পরীক্ষায় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষাকে কেন্দ্র করে ‘বৃহত্তর ষড়যন্ত্র’-র তদন্ত করতে সিবিআই-এর কয়েকটি দল বিহার এবং গুজরাটে যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই মামলার তদন্ত করতে অগ্রাধিকার দিয়ে একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। গোধরা এবং পটনায় পাঠানো হচ্ছে দলের সদস্যদের। এই দুই শহরেই স্থানীয় পুলিশ এই ঘটনার বিষয়ে মামলা নথিভুক্ত করেছে।