নয়া দিল্লি: খাদ্য সরবরাহের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। চালু হল ‘অন্ন চক্র যোজনা’। বৃহস্পতিবার এই যোজনা চালু করেন খাদ্য ও ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী। পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অন্যতম একটি অংশ হতে চলেছে এই যোজনা।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও আইআইটি দিল্লির সঙ্গে যৌথভাবে এই যোজনা চালু করল কেন্দ্র। এই উদ্যোগের ফলে কোটি কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এই সাপ্লাই চেনের মধ্যে থাকছে ৪.৩৭ লক্ষ ফেয়ার প্রাইস শপ, ৬৭০০ ওয়ারহাউস। এর ফলে সরাসরি উপকৃত হবেন ৮১ কোটি গ্রাহক। ৩০টি রাজ্যে যে প্রজেক্ট প্রাথমিকভাবে শুরু করা হয়েছে, তাতে দেখা গিয়েছে বছরে ২৫০ কোটি টাকা বাঁচানো সম্ভব হচ্ছে, যা খাদ্য সরবরাহের কাজে লাগত।
রেলের ফ্রাইট অপারেশন ইনফরমেশন সিস্টেম ও পিএম গতিশক্তি প্লাটফর্মের সঙ্গে যুক্ত এই টুল। প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই সিস্টেম।
এই যোজনার অধীনে কেন্দ্রীয় মন্ত্রী একটি SCAN নামে পোর্টাল চালু করেছেন। সেটি হল মূলত রাজ্যগুলির জন্য সিঙ্গল-উইন্ডো সিস্টেম। প্রক্রিয়াজাত খাদ্যে ভর্তুকি পাওয়ার জন্য এই পোর্টালে আবেদন করা যাবে। এর ফলে যানবাহনের খরচ কমবে, কার্বণ নিঃসরণ কমবে। অর্থাৎ আর্থিক দিকের পাশাপাশি পরিবেশের ক্ষেত্রেও এই অন্ন যোজনা উপকারী হবে বলে মনে করা হচ্ছে।