Ration Card Cancel: দোলের আগেই বড় ফাঁড়া! এই কাজটা না করায় বাতিল হচ্ছে ৩ লক্ষ রেশন কার্ড

Avra Chattopadhyay |

Mar 10, 2025 | 3:45 PM

Ration Card Cancel: ন্যাশনাল ফুড সিকিউরিটি মোতাবেক, বর্তমানে ভারতে রেশন উপভোক্তার সংখ্য়া প্রায় ৮০ কোটির বেশি। অর্থাৎ, প্রতি সপ্তাহে দেশের ৮০ কোটি মানুষকে রেশন প্রদান করে থাকে কেন্দ্র সরকার।

Ration Card Cancel: দোলের আগেই বড় ফাঁড়া! এই কাজটা না করায় বাতিল হচ্ছে ৩ লক্ষ রেশন কার্ড
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

পটনা: ১৯৪৩ সালে বাংলার মন্বন্তরের সর্বপ্রথম কিছু কিছু এলাকায় রেশন ব্যবস্থা শুরু করে ব্রিটিশ সরকার। পরবর্তীতে দেশ স্বাধীন হলে এই ব্যবস্থাকেই বৃহত্তর পর্যায়ে নিয়ে যায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। এই রেশনেই এখন লেগেছে ডিজিটাল হাওয়া। গরিব মানুষের উদ্দেশ্যে শুরু হওয়া রেশন পরিষেবা, আজও গরিবের রয়েছে ঠিকই কিন্তু এই রেশন কার্ডের গুরুত্ব পেরিয়ে গিয়েছে ধনী-দরিদ্রের সীমানা। ভারতের প্রতিটি নাগরিককেই এখন তৈরি করতে হয় এই কার্ড।

ন্যাশনাল ফুড সিকিউরিটি মোতাবেক, বর্তমানে ভারতে রেশন উপভোক্তার সংখ্য়া প্রায় ৮০ কোটির বেশি। অর্থাৎ, প্রতি সপ্তাহে দেশের ৮০ কোটি মানুষকে রেশন প্রদান করে থাকে কেন্দ্র সরকার। তবে বিগত কয়েক বছর ধরে রেশন কার্ড নিয়ে একাধিক বড় বড় এনেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক।

এখন শুধু রেশন কার্ড থাকলেই চলবে না, সময় মতো করাতে হবে বৈদ্যুতিক-KYC-এর কাজও। কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দেওয়ার পর কয়েক মাস কেটে গেলেও সেই E-KYC থেকে বিরত রয়েছেন একটা বড় অংশের মানুষ। তাই এবার পালা কঠোর সিদ্ধান্ত নেওয়ার।

জানা গিয়েছে, আগামী ১৪ই মার্চ অর্থাৎ হোলির আগেই উত্তরপ্রদেশে এতওয়া জেলার তিন লক্ষ রেশন কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনও E-KYC না করার কারণেই এই রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হবে কেন্দ্র তরফে।

Next Article