নয়া দিল্লি: টিকার আকাল মেটাতে দ্রুতগতিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে টিকার চাহিদা যে মারাত্মক আকার ধারণ করেছে, তা কিছুতেই সামলাতে পারছে না প্রস্তুতকারী সংস্থাগুলি। এই অবস্থায় শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যগুলিকে নিখরচায় প্রায় ২ কোটি ডোজ় ভ্যাকসিন সরবরাহ করবে তারা।
আগামী ১৬ থেকে ৩১ মে-র মধ্যে এই পরিমাণ ভ্যাকসিন পাবে রাজ্যগুলি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মোট ১ কোটি ৯২ লক্ষ ডোজ় ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোন রাজ্য কত সংখ্যক ডোজ় পাবে তা আগে থেকেই নির্ধারণ করা হবে। ভ্যাকসিন যাতে অপচয় না হয় সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। প্রায় ২ কোটি ডোজ় ভ্যাকসিনের মধ্যে ১ কোটি ৬২ লক্ষ ডোজ় থাকবে কোভিশিল্ড। বাকি ২৯ লক্ষ ৪৯ লক্ষ ডোজ় থাকবে কোভ্যাক্সিন।
আরও পড়ুন: জুনেই বাজারে আসছে স্পুটনিক লাইট! মাত্র এক ডোজ়েই হবে কেল্লা ফতে
চলতি মাসে ১৫ মে-র মধ্যে রাজ্যগুলির জন্য ইতিমধ্যেই ১.৭০ কোটি ভ্যাকসিনের ডোজ় বরাদ্দ করেছে কেন্দ্র। তবে শুধু রাজ্য সরকারগুলির জন্য নয়, বেসরকারি হাসপাতালগুলিও যাতে টিকা কিনতে পারে তার জন্য মে মাসের মধ্যেই ৪.৩৯ কোটি ভ্যাকসিনের ডোজ় বাজারে আনা হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশে ১৭.৯৩ কোটি ভ্যাকসিনের ডোজ় দেওয়া হয়ে গিয়েছে বলে এ দিন জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাস: নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন, কী করবেন না? জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী