Bibek Debroy: প্রয়াত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়

Nov 01, 2024 | 12:39 PM

Bibek Debroy: বিবেক দেবরায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, "ড. বিবেক দেবরায় অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল তাঁর।"

Bibek Debroy: প্রয়াত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু বলে জানা গিয়েছে। শুক্রবার স সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বিবেক দেবরায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, “ড. বিবেক দেবরায় অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল তাঁর। কাজের মাধ্যমে তিনি ভারতের বুদ্ধিজীবী সমাজে বিশেষ রেখাপাত করেছেন।” প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বিবেক দেবরায় শুধুমাত্র বিভিন্ন নীতি নিয়ে কাজ করেছেন তাই নয়, প্রাচীন বই নিয়েও তাঁর অনেক কাজ রয়েছে। তিনি চেয়েছিলেন, যাতে যুবসমাজের হাতে সহজেই পৌঁছে যায় সেই সব প্রাচীন গ্রন্থ।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, অর্থনীতিবিদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ভারতের উন্নয়নের রূপরেখা ঠিক করতে একটি কমিটি তৈরি করেছিল অর্থ মন্ত্রক। ‘এক্সপার্ট কমিটি ফর ইনফ্রাস্ট্রাকচার ক্লাসিফিকেশন অ্যান্ড ফিনান্সিং ফ্রেমওয়ার্ক ফর অমৃত কাল’-এর চেয়ারপার্সন ছিলেন বিবেক দেবরায়।

২০১৫ সালে পদ্মশ্রী পান এই অর্থনীতিবিদ। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র বিবেক দেবরায় পুনের গোখেল ইন্সটিটিউটে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সাল পর্যন্ত নীতি আয়োগের অন্যতম সদস্য ছিলেন তিনি।

Next Article