Chandrayaan-3 Update: হাত বাড়ালেই চাঁদ! মাহেন্দ্রক্ষণ সন্ধে ৭টা, চাঁদের কক্ষপথে পা রাখবে চন্দ্রযান-৩

Kaamalesh Chowdhury | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 05, 2023 | 12:42 PM

Lunar Orbit: ৬ অগস্ট রাত ১১টায় চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩। চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছবে আগামী ৯ অগস্ট, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। ১৪ অগস্ট চাঁদের চতুর্থ কক্ষপথে প্রবেশ করবে।

Chandrayaan-3 Update: হাত বাড়ালেই চাঁদ! মাহেন্দ্রক্ষণ সন্ধে ৭টা, চাঁদের কক্ষপথে পা রাখবে চন্দ্রযান-৩
চাঁদ ছুঁল বলে চন্দ্রযান-৩
Image Credit source: ISRO

Follow Us

নয়া দিল্লি: চাঁদ প্রায় ছুঁল বলে। গুটি গুটি পায়ে চাঁদমামার দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। এখন সকলের নজর ঘড়ির কাঁটার দিকে। সন্ধে সাতটা মাহেন্দ্রক্ষণ। আজই চাঁদের কক্ষপথে (Lunar Orbit) প্রবেশ করতে চলেছে চন্দ্রযান-৩। লুনার অরবিট ইঞ্জেকশনের অপারেশন চালাবে ইসরো (ISRO)। আগামী ১৭ অগস্ট প্রপালেশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস  সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর মহাকাশের একের পর এক ধাপ পার করেছে চন্দ্রযান। আজ অবশেষে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-৩।  লুনার অরবিটে প্রবেশের পর পাঁচবার কক্ষপথ বদল করবে চন্দ্রযান-৩। এরপরে তা ধীরে ধীরে তা চাঁদের কাছে পৌঁছবে। আপাতত চন্দ্রযানের লক্ষ্য, ১০০ কিলোমিটারের গোলাকার কক্ষপথে পৌঁছনো।

৬ অগস্ট রাত ১১টায় চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩। চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছবে আগামী ৯ অগস্ট, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। ১৪ অগস্ট চাঁদের চতুর্থ কক্ষপথে প্রবেশ করবে। ১৬ অগস্ট পঞ্চম কক্ষপথ পার করার পর ১৭ অগস্ট চাঁদের ১০০কিলোমিটারের মধ্যে চলে আসবে চন্দ্রযান-৩। ডি-অরবিটিং প্রক্রিয়া শুরু হবে ২০ অগস্ট। এই ডি-অরবিটিং প্রক্রিয়া হল চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া। আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের বুকে নামবে ল্যান্ডার বিক্রম।

এরপরের ধাপে, আগামী ১৭ অগস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডারটি। ২৩ অগস্ট বিকেলে চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম।

ইসরোর তরফে চন্দ্রযানের গতিবিধির যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে। আজই একটি টুইট করা হয়েছে ইসরোর তরফে। সেই টুইটে লেখা হয়েছে, “হ্যালো, আমি চন্দ্রযান-৩, বিশেষ একটা আপডেট নিয়ে এসেছি। আমি সবাইকে জানাতে চাই যে এখনও অবধি আমার যাত্রাপথ খুবই উপভোগ্য। আজ সন্ধে সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছি। আমি কোথায় রয়েছি, কী করছি, তা জানতে নজর রাখুন।”

Next Article