রাহুল-মনমোহনকে ‘অপমান’! ওবামার বিরুদ্ধে মামলা দায়ের হল উত্তর প্রদেশে

ঋদ্ধীশ দত্ত |

Nov 27, 2020 | 7:29 AM

নিজের বই দ্য প্রমিসড ল্যান্ডে রাহুল গান্ধী ও মনমোহন সিং-কে নিয়ে বারাক ওবামার মন্তব্যের প্রেক্ষিতে উত্তর প্রদেশের এক ব্যক্তি দেওয়ানি মামলা দায়ের করলেন উত্তর প্রদেশে

রাহুল-মনমোহনকে অপমান! ওবামার বিরুদ্ধে মামলা দায়ের হল উত্তর প্রদেশে
বারাক ওবামার বিরুদ্ধে মামলা

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মনমোহন সিং (Manmohan Sing) ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে টিপ্পনি করার জন্য এবার দেওয়ানি মামলা দায়ের হল বারাক ওবামার (Barack Obama) বিরুদ্ধে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে নিয়ে নিজের বই ‘দ্য প্রমিসড ল্যান্ড’ (The Promised Land)-এ প্রচুর শব্দ খরচ করেছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি। তা নিয়ে বিতর্কও হয়েছে। তবে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আইনজীবী জ্ঞান প্রকাশ শুক্লার দাবি, ওবামার বই কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে ‘অপমান’ করেছে। তাই লালগঞ্জ সিভিল কোর্টে ওবামার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি।

মামলাকারী ওই আইনজীবী অল ইন্ডিয়া রুরাল বার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতিও বটে। রাহুল ও মনমোহন ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে ওবামার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করতে চান জ্ঞান প্রকাশ। পিটিশনে তাঁর অভিযোগ, মনমোহন সিং এবং রাহুল গান্ধীকে নিয়ে ওবামার বক্তব্য ‘অবমাননাকর এবং দেশের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। বইয়ে লেখা কথাগুলি এই দুই নেতার লক্ষ লক্ষ সমর্থকদের মনে কষ্ট দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এখানেই থেমে না থেকে পিটিশনে কার্যত হুমকির সুর তুলেছেন জ্ঞান প্রকাশ। তিনি লেখেন, রাহুল ও মনমোহনের যে সমর্থকেরা মনের কষ্টে ভুগছেন তারা যদি ওই বইয়ের প্রতিবাদে পথে নেমে আসেন তবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এফআইআর দায়ের করার জন্য প্রশাসনকে সাত দিনের সময়ও বেঁধে দিয়েছেন ওই আইনজীবী। যদি এমনটা না হয়, তবে মার্কিন দূতাবাসের সামনে তিনি অনশনে বসবেন তিনি হুমকি দিয়ে রেখেছেন।

রাহুল ও মনমোহনকে নিয়ে বইতে কী লিখেছিলেন ওবামা?

নিজের বই দ্য প্রমিসড ল্যান্ড’-এ রাহুল গান্ধীকে নিয়ে বারাক ওবামা লেখেন, ‘রাহুল এমন একজন অনাগ্রহী ও অপটু ছাত্র, যিনি সমস্ত ক্লাসওয়ার্ক করে শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু আত্মবিশ্বাসের অভাব রয়েছে ও দক্ষতা অর্জনের মতো প্যাশন নেই।’

আরও পড়ুন: মালদায় প্লাস্টিক কারখানা বিস্ফোরণে মৃত ৫, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে মনমোহন সিং-কে নিয়ে তাঁর বক্তব্য ছিল, ‘একাধিক রাজনৈতিক বিশ্লেষকের এটাই মত যে সোনিয়া গান্ধি মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন কারণ তিনি একজন প্রবীণ শিখ এবং তাঁর নিজের কোনও রাজনৈতিক ভিত্তি নেই। সুতরাং রাহুল গান্ধীর জন্য ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি করার সম্ভাবনা ছিল না মনমোহনের। এই কারণেই সেই সময় চল্লিশ বছরের রাহুলকে কংগ্রেস দলের ভার সামলানোর জন্য তৈরি করছিলেন সোনিয়া।’

Next Article