AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonia Gandhi Health: ফের দিল্লির হাসপাতালে ভর্তি হলেন সনিয়া

Sonia Gandhi Health: বুধবার দিল্লিতে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Sonia Gandhi Health: ফের দিল্লির হাসপাতালে ভর্তি হলেন সনিয়া
ফাইল ছবি (সৌজন্যে: PTI)
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 2:37 PM
Share

নয়া দিল্লি: হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী (Congress Leader) সনিয়া গান্ধী (Sonia Gandhi)। বুধবার দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন তিনি। সূত্রের খবর, নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ দিকে গতকালই উত্তর প্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রায় উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার এই যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি দিল্লিতেই থেকে গিয়েছেন। মায়ের সঙ্গে হাসপাতালে গিয়েছেন প্রিয়ঙ্কা।

সূত্রের খবর, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সনিয়া। গতকাল থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। সেই কারণে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় ৭ কিলোমিটার হাঁটার পর দিল্লিতে ফিরে আসেন। প্রসঙ্গত, গত জুন মাসেই কোভিড আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। সেই সময় প্রথমে বাড়িতেই বিচ্ছিন্নবাসে ছিলেন। পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড সংক্রান্ত একাধিক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয় তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এক সপ্তাহের বেশি হাসপাতালে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এরপর অগস্ট মাসেও ফের একবার কোভিড আক্রান্ত হন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সেই সময় প্রথমে বিচ্ছিন্নবাসে থাকার পরে তাঁকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। তারপর থেকে মাঝে মাঝেই নিয়মমাফিক পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালের দ্বারস্থ হয়ে থাকেন। সেই সময় গত তিনমাসে দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস নেত্রী। তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কারণে সেই সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে হাজিরাও পিছিয়ে যায়। এবার ফের হাসপাতালে নিয়মমাফিক পরীক্ষা করাতে গেলেম কংগ্রেস নেত্রী।