কোচি: নৃত্যানুষ্ঠান গিয়ে গুরুত্বরভাবে জখম কেরলের কংগ্রেস বিধায়ক উমা থমাস। রবিবার কোচির জহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে চলা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি। স্টেডিয়ামের ১৫ ফুট উঁচু ভিআইপি গ্যালারি থেকে আচমকাই পড়ে যান তিনি। জখমও হন গুরুতরভাবে।
পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই কংগ্রেস বিধায়ককে। সেই রাজ্যের ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এই কংগ্রেস নেত্রী। এর আগেই এই একই কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন উমার স্বামী পিটি থমাস। তাঁর মৃত্যুর পর ২০২২ সালে এই কেন্দ্র থেকেই উপনির্বাচনে জয়ী হন উমা। এদিন আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সাজি চেরিয়ানের সঙ্গেই সেখানে গিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন ভিআইপি গ্যালারিতে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর সেই সময় সেখানে প্রবেশের চেষ্টা করেন এই কংগ্রেস নেত্রী। আর সেই মুহূর্তেই পড়েন দুর্ঘটনার কবলে। ধাক্কাধাক্কি এড়িয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করতে গিয়ে আচমকা ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে যান তিনি। গুরুতরভাবে আহত অবস্থাতেই তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত কোন সাড় নেই নেত্রীর শরীরে। মাথা, শিরদাঁড়া, এমনকী ফুসফুসেও বেশ আঘাত লেগেছে বলেই খবর। বুকের পাঁজর ভেঙে যাওয়ার জেরে ইতিমধ্যে ফুসফুসের মধ্যে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে ঢুকিয়ে দেওয়া হয় ভেন্টিলেশনে। পরিস্থিতি বেশ জটিল বলেই জানাচ্ছে একাংশের চিকিৎসক।
শুধু তা-ই নয়, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে কংগ্রেস নেত্রীকে। হাসপাতালে ভর্তি করার সময় থেকেই তিনি অচেতন হয়েই পড়ে রয়েছেন। মাথা, শিরদাঁড়া, ফুসফুসে আঘাত লাগায় সংকট আরও বেড়েছে বলেই জানালেন হাসপাতালের এক চিকিৎসক।