Madhya Pradesh Congress: কর্নাটকে ‘হিট’, মধ্য প্রদেশ যাতে ‘মিস’ না হয়, তাই পুরনো ফর্মুলাতেই ভরসা কংগ্রেসের!
Madhya Pradesh Assembly Election 2023: মধ্য প্রদেশে ক্ষমতায় এলে কংগ্রেস যে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবে বলে কথা দিয়েছে, তা হল প্রতি মাসে রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ৫০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার এবং ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে।
ভোপাল: আর মাত্র মাস কয়েকের অপেক্ষা। তারপরই বিধানসভা নির্বাচনের (Assembly Election 2023) পরীক্ষায় বসবে মধ্য় প্রদেশ, তেলঙ্গানা, ছত্তীসগঢ় সহ একাধিক রাজ্য। ইতিমধ্য়েই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধী দলগুলি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই চলতি সপ্তাহে মধ্য প্রদেশ (Madhya Pradesh) ও ছত্তীসগঢ়ের (Chhattisgarh) জন্য় প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। এবার পালা কংগ্রেসের (Congress)। তবে প্রার্থী তালিকা নয়, কংগ্রেসের তুরুপের তাস আর্থিক অনুদান। সম্প্রতিই কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। ওই রাজ্যে যে ফর্মুলা অনুসরণ করে জয়ী হয়েছে কংগ্রেস, তাই-ই এবার মধ্য় প্রদেশেও অনুসরণের পরিকল্পনা।
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল আত্মবিশ্বাস জুগিয়েছে কংগ্রেসকে। তাই বিজেপি শাসিত আরেক রাজ্য, মধ্য় প্রদেশেও একই ফর্মুলা অনুসরণ করতে চায় কংগ্রেস। তা সে বিনামূল্য়ে নানা পরিষেবার প্রতিশ্রুতিই হোক বা বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্নাটকের মতোই হুবহু প্রচার চালানো হবে মধ্য় প্রদেশেও, এমনটাই কংগ্রেস সূত্রে খবর।
গত ১২ জুন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী জবলপুরে একটি মিছিলে বলেছিলেন, “আমি কিছু প্রতিশ্রুতি দিচ্ছি, যা আমরা ১০০ শতাংশ পূরণ করবই। আমরা কর্নাটকের মানুষদেরও এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। রাজ্য়বাসীর আস্থায় ক্ষমতায় আসতেই আমাদের সরকার সেই প্রতিশ্রুতি পূরণে বিলগুলি পাশ করিয়েছেন।”
মধ্য প্রদেশে ক্ষমতায় এলে কংগ্রেস যে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবে বলে কথা দিয়েছে, তা হল প্রতি মাসে রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ৫০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার এবং ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। ২০০ ইউনিট অবধি বিদ্যুতের ক্ষেত্রে অর্ধেক টাকা নেওয়া হবে। এছাড়া মধ্য় প্রদেশে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হবে এবং যে সমস্ত কৃষকদের ঘাড়ে বিপুল ঋণের বোঝা রয়েছে, তা প্রত্য়াহার করে নেওয়া হবে।
মধ্য় প্রদেশে কংগ্রেসের জয় নিশ্চিত করতে রাজ্য ইন-চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে রণদীপ সূরজেওয়ালাকে। এর আগে কর্নাটকের ইন-চার্জ ছিলেন তিনি। দক্ষিণী নেতা তথা ভোটকুশলী সুনীল কান্নুগোলুকেও মধ্য প্রদেশের নির্বাচনে জয় নিশ্চিত করার ভার দেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচনে মধ্য প্রদেশে বিজেপি সরকারকে আক্রমণের জন্য ‘৪০ শতাংশ কমিশন’ বিতর্ককে হাতিয়ার করতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যেই এই ঘটনার জেরে প্রিয়ঙ্কা গান্ধী, কমল নাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।