WHO Map controversy: মানচিত্র নিয়ে ভারতের অবস্থান জানিয়ে বার্তা দেওয়া হয়েছে WHO-কে, জানাল কেন্দ্র
WHO Map controversy: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ভারতের মানচিত্রে আলাদা রঙ ব্যবহার করে জম্মু ও কাশ্মীরকে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।
নয়া দিল্লি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Orginisation) ওয়েবসাইটে ভারতের মানচিত্রে থাকা জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) কেন আলাদা রঙে চিহ্নিত করা হয়েছে এক বছর পার হয়ে গেলেও কেন ভুল শোধরানো হল না এই প্রশ্নের উত্তরে মুখ খুলল কেন্দ্র। রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ইস্যুতে আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন সম্প্রতি এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি টুইটে এই ইস্যু সামনে আনেন। এরপরই এই বিষয়ে রাজ্যসভায় জবাব দিল কেন্দ্র। এ দিন প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই বিষয়ে লিথিত জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
এ দিন রাজ্যসভায় অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী জ্যোতিাদিত্য সিন্ধিয়া প্রশ্ন করেন, কেন কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রঙে চিহ্নিত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্রে? তিনি আরও জানতে চান, কেন্দ্রীয় সরকারের কি এই ইস্যুতে বিরুদ্ধে কোনও প্রতিবাদ জানিয়েছে?
উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে থাকা ভুল মানচিত্রের বিষয়ে উচ্চস্তরে কথা হয়েছে কেন্দ্রের। তিনি আরও জানান, ওই মানচিত্র প্রকাশ করার পর জেনেভায় ভারতে স্থায়ী মিশনে এ বিষয়ে একটি লিখিত জবাব দিয়েছে হু। তারা জানিয়েছে, ওই মানচিত্র প্রসঙ্গে ওয়েবসাইটে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
সেই বার্তায় লেখা রয়েছে, ওই মানচিত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোনও দেশের অবস্থান নিয়ে কোনও মতামত প্রদর্শিত করা হয়নি। মানচিত্রের যে অংশ ডট নিয়ে চিহ্নিত করা হয়েছে, সেটা আনুমানিক সীমানা, সম্ভবত সে ক্ষেত্রে সীমানা নির্ধারণে সম্পূর্ণ চুক্তি হয়নি। তবে ভারত এই ইস্যুতে দ্ব্যর্থহীনভাবে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
বিতর্কের সূত্রপাত হয়, ২০২১ সালের ১০ জানুয়ারি অর্থাৎ এক বছর আগেকার সেই মানচিত্র বিভ্রাট এখনো সংশোধন করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। রবিবার তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইট করে ফের সেই তথ্য সামনে এনেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকে ইমেল মারফত এই তথ্য জানান শান্তনু সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানান তিনি। ওই মানচিত্রে আলাদা রঙ অংশে ক্লিক করলে পাকিস্তান এবং চিনের করোনা সম্পর্কিত তথ্য আসছে। এই বিষয়েই উদ্বেগ প্রকাশ করেন শান্তনু সেন।
আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election: ‘স্বপ্ন দেখে তারাই, যারা ঘুমিয়ে থাকে’, অখিলেশকে কটাক্ষ মোদীর