AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coromondal Train Accident: সারা রাত ৬ হাসপাতালে দেহ শনাক্তকরণ, বুক ফাটা কান্নায় ভোর হল ভুবনেশ্বরে

Coromondal Train Accident: শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২৮৮। হাজারের বেশি মানুষ আহত। রেল ‘উদ্ধারকাজ’ শেষ বলে ঘোষণা করেছে।

Coromondal Train Accident: সারা রাত ৬ হাসপাতালে দেহ শনাক্তকরণ, বুক ফাটা কান্নায় ভোর হল ভুবনেশ্বরে
ভুবনেশ্বরে চলছে দেহ শনাক্তকরণ
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 11:06 AM
Share

বালেশ্বর: অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ধীরে ধীরে শুরু করা হচ্ছে ট্রেন চলাচল। আপাতত ‘ট্রায়াল রান’ হয়ে গিয়েছে। তবে এখনও দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হয়নি। রাতভর দেহ শনাক্তকরণ ভুবনেশ্বরে। এইমস-সহ ভুবনেশ্বরের ৬ হাসপাতালে দেহ শনাক্তকরণ চলে। ১১০০ যাত্রীর মধ্যে ২০০ জন এখন ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ১৭৭ জন মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে সোমবার রাতে। এখনও পর্যন্ত ১০১ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। রেলের হিসাবে মৃতের সংখ্যা ২৭৮। সোমবার এইমস-এ ১২৩ জনের মধ্যে ৬৩টি দেহ হস্তান্তর করা হয়েছে। ৬৫ জনের দেহ শনাক্তকরণ হয়েছে। এইমস-এ ৫৮ জনের দেহ এখনও শনাক্ত হয়নি। এইমসে এখন দু’জন চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২৭৮। সাতশোর বেশি মানুষ আহত।  তবে রেল ‘উদ্ধারকাজ’ শেষ বলে ঘোষণা করেছে।

ওড়িশার স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি আহতদের পরিবার। ওড়িশার হাসপাতালের পরিষেবা পেয়ে খুশি রাজ্যের বাসিন্দারাও। বাড়ির কাছে হাসপাতালে যেতে চান, তাই স্থানাস্তরের সিদ্ধান্ত। ভদ্রকে চিকিৎসাধীন ছিলেন ১২ জন মেদিনীপুরের বাসিন্দা। তাঁদের ৬ জনকে আগেই বাড়ি পাঠানো হয়েছে।  মেদিনীপুরে দেখানোর পর অন্যত্র দেখানোর সিদ্ধান্ত নেবে পরিবার। রেলের তরফে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় তাঁদের হাতে। ইতিমধ্যে বালেশ্বর, ভুবনেশ্বর ও কটকে এ রাজ্যের বহু বাসিন্দা চিকিৎসাধীন।