দেশ জুড়ে সংক্রমণ কমছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই গড় সংক্রমণ অনেকটাই কমেছে। তবে এখনও সাবধানতা বজায় থাকছে। ১৬ তারিখের পর ফের মেয়াদ বাড়ানো হচ্ছে বিধি-নিষেধের। যদিও বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
দেশে করোনা সংক্রমণ ক্রমশই কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন, যা গত ৭২ দিনে সর্বনিম্ন সংক্রমণ। একদিনে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। রাজ্যের সোমবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে।
সবিস্তারে পড়ুন: আক্রান্তের সংখ্যা নেমে এল সাড়ে ৩ হাজারে, গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃ্ত্যু রাজ্যে
করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউ পিক পেরিয়ে এখন নিম্নমুখী। চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। বিজ্ঞানীদের মতে, দ্বিতীয় ঢেউ শেষের ৭ থেকে ৮ মাসের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, তৃতীয় ঢেউয়ে অধিক আক্রান্ত হতে পারে শিশুরা। সেক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে, তা জানিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক।
বিস্তারিত পড়ুন: ধেয়ে আসছে তৃতীয় ঢেউ, শিশুদের ক্ষেত্রে কী কী সতর্কতা নিতেই হবে?
দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারে আয় করেন, এমন কোনও সদস্যের মৃত্যু হলে কর্নাটক সরকারের তরফে ১ লক্ষ টাকা করে ৭তিপূরণ দেওয়া হবে, এ কথা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
If an adult working member from a Below Poverty Line (BPL) family dies due to COVID, one member will get Rs 1 lakh compensation: Karnataka CM BS Yediyurappa
(file photo) pic.twitter.com/7UNnjnsEPo
— ANI (@ANI) June 14, 2021
কেন্দ্রীয় সরকার আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত নাগরিককে টিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য দ্রুত দৈনিক এক কোটি মানুষের টিকাকরণের প্রয়োজন, তবেই কেন্দ্রের কাক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হবে। তবে টিকা সঙ্কট সহ একাধিক কারণে টিকাকরণ ধীরগতিতে চলছে। করোনার তৃতীয় ঢেউ আটকানো নিয়ে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি জানান, টিকাকরণের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেই তৃতীয় সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বিস্তারিত পড়ুন: সর্দিকাশিতেই সীমাবদ্ধ থাকবে করোনার তৃতীয় ঢেউ! মানতে হবে টিকাকরণের ৭টি নিয়ম
রাজ্যে সংক্রমণের নিরিখে মোট ২৭ টি জেলায় আনলক প্রক্রিয়া ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। এই জেলাগুলিতে সেলুন, বিউটি পার্লার, স্পা ৫০ শতাংশ গ্রাহক নিয়ে পরিচালন করা যাবে। সরকারি পার্কগুলি সকাল ৬টা থেকে ৯টা অবধি প্রাতঃভ্রমণের জন্য় খোলা থাকবে। ট্যাক্সি, অটোর স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
Tamil Nadu: Salons, beauty parlours & spas re-open in 27 districts of the state, including Chennai, from today. These facilities can now function with 50% of customers. Govt parks allowed to open from 6 am to 9 am. Taxis, auto-rickshaws allowed to operate.
Visuals from Chennai. pic.twitter.com/9xEvH16htL
— ANI (@ANI) June 14, 2021
১৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা সংক্রমণ বাড়তেই আগামী ২১ জুন অবধি সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন দক্ষিণ কর্নাটকের ডেপুটি কমিশনার ডঃ রাজেন্দ্র কে ভি।
Karnataka: Dakshina Kannada Deputy Commissioner Dr Rajendra K V announces complete lockdown in 18 Gram Panchayats till June 21st, in view of the surge in #COVID cases
— ANI (@ANI) June 14, 2021
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত নাগরিককে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কেন্দ্র। এরই মধ্যে আশঙ্কা রয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও। সেই কারণেই শিশুদের টিকাকরণের উপরও জোর দিচ্ছে কেন্দ্র। তবে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টিকাই। কারণ ভারতে এখনও শিশুদের জন্য কোনও টিকা নেই।
বিস্তারিত পড়ুন: তৃতীয় ঢেউয়ের আগেই শিশুদের টিকাকরণের তোড়জোড়, কোভ্যাক্সিনেই আস্থা কেন্দ্রের
শুধু কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নয়, রাজধানীতে আগামিকাল থেকেই মিলবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি (Sputnik-V)। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, রবিবারই স্পুটনিক-ভি-র ১,০০০ ডোজ় দিল্লির অ্যাপোলো হাসপাতালে পৌঁছেছে। এরমধ্যে ১৭৯ ডোজ় ডঃ রেড্ডিজ ল্যাবের কর্মীদের দেওয়া হবে। উল্লেখ্য, হায়দরাবাদের সংস্থা ডঃ রেড্ডিজ ল্যাবই রাশিয়ার সঙ্গে চুক্তি করে স্পুটনিক-ভি তৈরির বরাত পেয়েছে।
বিস্তারিত পড়ুন: এ বার রাজধানীর নির্দিষ্ট হাসপাতালেও মিলবে স্পুটনিক-ভি, খরচ কত পড়বে জানেন?
করোনাবিধি ভঙ্গ করায় মধ্য প্রদেশের বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি মৃদুল দ্বিবেদীকে ১০ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োয় দেখা যায়, তিনি একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। করোনাবিধি ভেঙে সামাজিক দূরত্ব না মানায় তাঁকে জরিমানা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বাকিদেরও সাতদিনের জন্য হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
MP | While taking action on the viral video, a penalty of Rs10,000 has been imposed on BJP Yuva Morcha district president Mridul Dwivedi for flouting #COVID19 norms. People present in the video have been instructed to stay in home isolation for 7 days: Katni's Tehsildar pic.twitter.com/cnqYzEyARB
— ANI (@ANI) June 13, 2021
মৃতের হিসাবে গরমিল মহারাষ্ট্রেও! বিগত কয়েকদিন ধরেই করোনায় মৃতের সংখ্যার পুনর্গণনা করার পরই রাজ্যে মৃতের সংখ্যা ৮ হাজার ৮০০ বৃদ্ধি পেয়ে ১.০৮ লাখে পৌঁছল। সম্প্রতিই বিহারে মৃতের নথিতে গরমিল ধরা পড়ে। হাইকোর্টের নির্দেশে পুনর্গণনা করার পরই সেই সংখ্যা প্রায় ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এরপরই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে যে সমস্ত জেলায় আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা যায়, সেখানে মৃতের সংখ্যা পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন: করোনায় মৃতের নথিতে গরমিল মহারাষ্ট্রেও, লাখের গণ্ডি পার করল মৃতের সংখ্যা