নয়া দিল্লি: করোনার ‘শ্রীবৃদ্ধি’ যখন ক্রমশই ভয় ধরাচ্ছে, তখন স্বস্তির খবর দিলেন সিসিএমবি প্রধান রাকেশ মিশ্র। ভারতে তৈরি করোনা টিকা কোভিশিল্ড (Covishield) করোনা ভাইরাসের দু’বার পরিবর্তিত রূপ বা ডবল মিউট্যান্ট স্ট্রেনের (Double Mutant Strain) বিরুদ্ধেও কার্যকরী এমনটাই জানালেন রাকেশ মিশ্র। এর আগে কোভ্যাক্সিনকে করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেন প্রতিরোধের একমাত্র ‘অস্ত্র’ হিসেবে ছাড়পত্র দিয়েছিল আইসিএমআর (ICMR)। এ বার সেই তালিকায় জুড়তে পারে কোভিশিল্ড এমনটাই দাবি করেছেন সিসিএমবি প্রধান।
বৃহস্পতিবার, সিসিএমবি (Centre for Cellular & Molecular Biology) প্রধান রাকেশ মিশ্র টুইট করে বলেন, “করোনা ভাইরাসের বি.১.৬১৭ পরিবর্তিত রূপটিকে প্রতিরোধ করতে সক্ষম কোভিশিল্ডের দুটি ডোজ। সেরাম ইন্সটিটিউটের তৈরি এই টিকা ডবল মিউট্যান্ট স্ট্রেনটি প্রতিরোধে সক্ষম।”
Very preliminary but encouraging result: #Covishield protects against #B1617. Early results using in vitro neutralization assay show that both convalescent (prior infection) sera and Covishield vaccinated sera offer protection against the B.1.617 variant, aka #DoubleMutant. pic.twitter.com/eOVAlktVug
— Rakesh K Mishra (@3RakeshMishra) April 22, 2021
প্রসঙ্গত, ভাইরাসের জিনোমে যখন একটিমাত্র পরিবর্তন দেখা যায়, তখন তাকে শুধু মিউট্যান্ট বলে। যেমন E484Q ভ্য়ারিয়েন্ট। কিন্তু, জিনোম সিকোয়েন্সে যখন দেখা যায় যুগপৎ দুটি জায়গায় পরিবর্তন হয়েছে, তখন তাকে বলে ডবল মিউট্য়ান্ট। করোনা ভাইরাসের বি.১.৬১৭ পরিবর্তিত রূপটি ই৪৮৪কিউ (E484Q) এবং এল৪২৫আর (L452R) এই দুটি ভ্যারিয়েন্টের সমন্বয়। করোনা ভাইরাসের এই বিশেষ রূপটি মূলত, দিল্লি, মহারাষ্ট্র ও পঞ্জাব থেকে সংগৃহীত নমুনায় পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, মূল্য নির্ধারণ ও ক্রয় নিয়ে বিতর্কে জড়িয়েছিল কোভিশিল্ড (Covishield)। কেন্দ্রের থেকে বেশি টাকা দিয়ে কেন রাজ্যকে কোভিশিল্ড কিনতে হবে তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সেরাম ইনস্টিটিউটের (SII) সিইও আদর পুনাওয়ালা জানান, এখন কেন্দ্রকে ডোজপিছু ৪০০ টাকা দিয়ে টিকা কিনতে হচ্ছে। প্রথম ১০০ মিলিয়ন ডোজের ক্ষেত্রে ডোজপিছু ১৫০ টাকায় কোভিশিল্ড পেয়েছে কেন্দ্র। বুধবার সেরামের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী দু’মাসে সীমিত ক্ষমতার বিষয়টি সমাধান করতে আমরা উৎপাদনের মাত্রা বৃদ্ধি করব। আগামিদিনে আমাদের উৎপাদনের ৫০ শতাংশ ভারত সরকারের টিকাকরণ কর্মসূচিতে দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালকে দেওয়া হবে।’
IMPORTANT ANNOUNCEMENT pic.twitter.com/bTsMs8AKth
— SerumInstituteIndia (@SerumInstIndia) April 21, 2021
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনেই মৃত্যু হয়েছে ২২৬৩ জনের। এটিই দেশের সর্বোচ্চ দৈনিক মৃতের সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০-তে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লাখ ২৮ হাজার ৬১৬। মহারাষ্ট্রের পাশাপাশি কেরলেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৯৫ জন। এটিই এখনও অবধি রাজ্যে সর্বাধিক সংক্রমণের সংখ্যা।