AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: ভারতীয় পোশাক ‘গেঁয়ো’! দম্পতিকে রেস্তোরাঁয় ঢুকতে বাধা দিতেই খবর গেল মুখ্যমন্ত্রীর কানে, তারপর…

Restaurant Dress code: মন্ত্রী লেখেন, "এটা মানা হবে না। একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে পীতমপুরায় একটি রেস্তোরাঁয় ভারতীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।"

VIDEO: ভারতীয় পোশাক 'গেঁয়ো'! দম্পতিকে রেস্তোরাঁয় ঢুকতে বাধা দিতেই খবর গেল মুখ্যমন্ত্রীর কানে, তারপর...
পোশাক বিতর্ক রেস্তোরাঁয়।Image Credit: X
| Updated on: Aug 09, 2025 | 8:44 AM
Share

নয়া দিল্লি: ভারতে থেকে ভারতীয় পোশাকেই আপত্তি! সালোয়ার-কামিজ পরে থাকায় এক দম্পতিকে রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগ। বিষয়টি এতদূর গড়িয়েছে যে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে।

ভারতীয় পোশাক পরে আসায় দিল্লির পীতমপুরায় একটি নামকরা রেস্তোয়াঁর ঢুকতে বাধা দেওয়া হয় এক দম্পতিকে। রেস্তোরাঁর ম্যানেজারকে ডাকা হলে, তিনিও দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। বহু মানুষই দাবি করেছেন যে এই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া উচিত।

দিল্লির ক্যাবিনেট মন্ত্রী কপিল মিশ্রের চোখেও পড়ে এই ভাইরাল ভিডিয়ো। তিনিও প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে এই বিষয়ে জানিয়েছেন। তিনি লেখেন, “দিল্লিতে এটা মানা হবে না। একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে পীতমপুরায় একটি রেস্তোরাঁয় ভারতীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অবিলম্বে পদক্ষেপ করতে বলা হয়েছে।”

পরে তিনি আরও একটি পোস্ট করে জানান যে রেস্তোরাঁর মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনও গ্রাহকের পোশাকবিধি ঠিক করে দেবেন না তারা। রাখীতে আগত মহিলা গ্রাহকদের ডিসকাউন্টও দেবেন ভারতীয় পোশাক পরে আসলেে।

যদিও রেস্তোরাঁর মালিক দাবি করেছেন, তাদের রেস্তোরাঁয় কোনও পোশাকবিধি ছিল না। ওই দম্পতির আগে থেকে কোনও টেবিল বুক ছিল না, তাই ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।