দিল্লি: সম্প্রতি গরুপাচার (Cow smuggling case) মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)। সোমবার তাঁকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে তাঁকে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি রঘুবীর সিং। সূত্রের খবর, এ দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (ED) আইনজীবী নীতেশ রানা আদালতে সওয়াল করেন, পরবর্তী ক্ষেত্রে মণীশকে তারা আর নিজেদের হেফাজতে নিতে চায় না। সেই কারণে মনে করা হচ্ছে, আজই তিহাড় যেতে পারেন অনুব্রতর হিসাবরক্ষক।
এর আগে অর্থাৎ ১৫ মার্চ মণীশ কোঠারিকে আদালতে পেশ করা হলে কার্যত বিধ্বস্ত তাঁকে। সংবাদ মাধ্যমের সামনে কান্নায়ও ভেঙে পড়েছিলেন তিনি। ধরা-ধরা গলায় বলেওছিলেন যে, তিনি কিছু করেননি। তাঁর ভুল যে তিনি পেশায় একজন হিসাবরক্ষক। সেই ঘটনার পর আজ ফের তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক মণীশের জেল হেফাজতের নির্দেশ দেন। এ দিন, মণীশ কোঠারির আইনজীবী রাজা চট্টোপাধ্যায় বিচারপতিকে আবেদন করেন, তাঁর মক্কেল সুস্থ নয়। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তাই পর্যাপ্ত পথ্য মণীশকে যেন ঠিকমত দেওয়া হয়। তবে বিচারক শেষ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর মণীশকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ কোঠারি অনেকদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে ছিলেন। দিল্লিতে ইডির অফিসে ডেকেও পাঠানো হয়েছিল মণীশকে। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদের পর্ব। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর মণীশ কোঠারি ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মণীশ সবকিছু জানে। সে অনুব্রতর হয়ে টাকা নিয়েছে বলেও আদালতে জানিয়েছিল ইডির গোয়েন্দারা।