Landslides: ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল, ধস নামল অরুণাচলেও

Landslides: দু-দিন উত্তরাখণ্ডের বৃষ্টি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে জাতীয় সড়কে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ বেড়েছে। আবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে ধস নামায় পার্বত্য এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে।

Landslides: ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল, ধস নামল অরুণাচলেও
অরুণাচল প্রদেশের রাস্তায় ধস।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 10:05 PM

দেরাদুন ও ইটানগর: দুর্যোগের বিরাম নেই! শনিবার নতুন করে উদ্বেগে পড়েছে উত্তরাখণ্ড সরকার। এদিন ফের ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল (Cracks) দেখা দিয়েছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) পুরসারি গ্রামের কাছে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে প্রায় ৫০ মিটার দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে গাড়িগুলিকে ধীরে চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) নিম্ন সিয়াং জেলায় আকাজন-লিকাবালি-আলো রোডের একাধিক জায়গায় ধস (Landslide) নেমেছে। যার ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৩ দিন এই রাস্তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অন্য জেলার সঙ্গে নিম্ন সিয়াং জেলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের চামোলি ও নন্দপ্রয়াগের মাঝে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে প্রায় ৫০ মিটার দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে অলকানন্দ নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। সবমিলিয়ে, পরিস্থিতি উদ্বেগজনক বলে আশঙ্কা প্রশাসনের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পার্বত্য অঞ্চল থেকে আগত গাড়িগুলি জাতীয় সড়কের ওই এলাকায় ধীরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত দু-দিন ধরে ভারী বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশের নিম্ন সিয়াং জেলায় আকাজন-লিকাবালি-আলো রোডের একাধিক জায়গায় এদিন ধস নেমেছে। এই রাস্তাটি লেপারাডা, পশ্চিম সিয়াং, উচ্চ সিয়াং, সিয়াং, উচ্চ সুবানসিরি এবং শই-ইয়োমি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে। একাধিক জায়গায় ধস নামায় আকাজন-লিকাবালি-আলো রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। রাস্তার সংস্কার না হওয়া পর্যন্ত, অন্তত আগামী ৩ দিন এই রাস্তাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নিম্ন সিয়াং জেলা প্রশাসন।

প্রসঙ্গত, গত ৫ দিন ধরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। দুই রাজ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি, রাস্তা, সেতু ভেসে গিয়েছে। দু-দিন উত্তরাখণ্ডের বৃষ্টি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে জাতীয় সড়কে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ বেড়েছে। আবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে ধস নামায় পার্বত্য এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে।